বাংলাদেশের মেয়ে আমেরিকার মিসিসিপি স্টেটস এর ২০১৩ এর সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন । এই প্রথম কোন বাংলাদেশের মেয়ে এই মুকুট জয় করলেন। ২০০৯ সনেও তিনি  মিসিসিপি টিন ' খেতাবে ভুষিত হয়েছিলেন ।

পারমিতার ইচ্ছেঃ
পারমিতা স্বপ্ন দেখেন তিনি বাংলাদেশের প্রথম মহাশুন্য নভোচারী হিসেবে মহাশুন্য ভ্রমন করবেন।
বাংলাদেশের সিনেমা এবং বিজ্ঞাপন চিত্রে কাজ করার আগ্রহ আছে তাঁর ।

পারমিতা সম্পর্কে কিছু তথ্যঃ
পারমিতা মিত্র মাত্র এক বছর বয়সে ১৯৯২ সনে তাঁর পরিবারের সাথে আমেরিকা যান। যুক্তরাস্ট্রের হাটিসবারগে তাঁর বেড়ে ওঠা । তাঁর বাবা প্রফেসর অমল মিত্র ইউনিভার্সিটি অফ সাউদারন মিসিসিপির এপিডেমিওলজি ও বায়োস্টাটিসটিক্স বিভাগের অধ্যাপক । পারমিতা মিসিসিপির স্টেট ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করছেন । পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার পারমিতা বরিশালের মেয়ে ।

গত ১৭ জুলাই বাংলাদেশে আসেন পারমিতা । দেশে এসে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে পারমিতার সাথে দেখা করেন চলচিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান , শাহ আলম কিরন , বেলাল আহমেদ , গোলাম রব্বানী বিপ্লব , মুশফিকুর রহমান গুলজার।
আমরা তাঁর সাফল্য কামনা করি ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ