পাপের শত ধারা \

সঞ্জয় মালাকার ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ০৩:১৮:৪২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

জাগতে জনমে যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন
ধরে শুধু বায়না?
না বুঝি দুনিয়া,না বুঝি প্রেম
আমার কি দুষ খালি পাপ জমাই!
-------------------------------**-----------------------------
মিলন,,
মনের দ্বারে মিলন খুঁজি
চোখের প্রানে দৃষ্টি,
জাগতে জাগতে অবাধ রইলো
অসভ্যতার বৃষ্টি.!
পথের পথিক হইলো যারা
আমার ভাগে রহিলনা তা,
আমার তোরে রইলো তা
পথের ভাগে বান্দিল পা!
দিন বুঝি না রাত বুঝিনা
বুঝিনা তোমার পাড়া,
হাসিতে ভুবন কাঁদছে যখন
পাপের শত দ্বারা..!

১৭/০৬/২০১৭/#সঞ্জয়_মালাকার/

ক্ষমা,মোহৎ কাজ ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ