প্রতিটি প্রাণীর জন্য পানি অপরিহার্য। পানি ছাড়া কোন প্রাণীই বাঁচতে পারে না। তাইতো পানির আরেক নাম জীবন। পানি শুধু মানব দেহে মংসপেশীকে সুঠোল বা রোগমুক্ত রাখে, তেমনি প্রাণীদেরও। প্রতিটি প্রাণীরই জীবনকোষ মানব জীবনকোষের মতন। পানির অভাবে যেমন আমরা বিভিন্ন রোগে ভুগি, তেমন প্রতিটি প্রাণীও সেই রোগ থেকে মুক্ত নয়। আমাদের সৃষ্টিকর্তা মানবদেহ যে যে অর্গন দিয়ে তৈরী করেছেন প্রত্যেক প্রাণীকেও একই উপাদানে তৈরী করেছেন। অন্যান্য প্রাণী থেকে মানবপ্রাণী ব্যাতিক্রম শুধু সৃষ্টির সেরা জীব হিসেবে। যেহেতু আমরা সৃষ্টির সেরা তাই আমাদেরও দায়িত্ব আছে পৃথিবীতে সৃষ্ট অন্যান্য প্রাণীর জন্য। তাদের পরিচর্যা ও সেবা করা আমাদের নৈতিক কর্তব্য। নইলে আমাদের সৃষ্টিকর্তার কাছে এর জবাবদিহিতা করতেই হবে। মানুষ ছাড়া অন্যান্য সব প্রাণী প্রকৃতির অলংকার। আর আমরা সেই অলংকার ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করছি। একবার ভাবুনতো প্রকৃতি ছাড়া মানুষ কি এক সেকেন্ড বাঁচতে পারবে। তাই এই অলংকারকে পরিচর্যা করারও দায়িত্ব আমাদেরই।
এখন চৈত্র মাসের মাঝামাঝি। হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে পাখিরা। ঢাকা শহরে পাখিদের জন্য পানীয় জলের খুবই সংকট। খেয়াল করলেই দেখবেন মাঝেমধ্যেই কিছু পাখি দূর থেকে উড়ে এসে আপনার বারান্দার গ্রীলে বা ছাদে বসে হাঁপাচ্ছে। এসময় ওদের জন্য এরকম প্লাস্টিকের বোতল কেটে পানীয় জলের ব্যবস্থা করে রাখুন, এতে ওদের খুবই উপকার হবে।
প্রতিদিনের পানি কষ্ট করে প্রতিদিনই চেঞ্জ করে দিন না হলে এডিস মশা বংশ বৃদ্ধি করতে পারে। দেখবেন আপনার বারান্দায় পাখিরা শুধু পানি খায়না গোসলও করে, দৃশ্যগুলো খুবই উপভোগ্য।
আরেকটা কথা। ঢাকা শহর সহ সারাদেশে করোনা ভাইরাসের কারনে লকডাউন চলছে। মানবশুণ্য নগরী ও জনপথ। এই শূন্যতায় আপনাদের বাসার আশে পাশের রাস্তায় কুকুরগুলি দেখবেন অসহায়ের মতন বসে বা শুয়ে আছে। হোটেল বা দোকান খোলা থাকলে অথবা পথচারীর যাতায়ত থাকলে তাদের উচ্ছিষ্ট খাবার খেয়ে এরা বেঁচে থাকতো। সেই পথটিও বন্ধ। তাই ওদেরও খাদ্য সংকট চলছে। আসুন আমরা একটু সদয় হয়ে ওদের জন্য এগিয়ে আসি। কিছু বিস্কুট বা রুটি জাতীয় খাবার ওদের জন্য বরাদ্দ রাখি। কাজটি একবার করুন দেখবেন নিজেকে কত মহান মনে হবে। আততুষ্টি বেড়ে যাবে।
আর যারা কুকুরকে ভালোবাসেন না তারা অন্তত মারবেন না। জানবেন তারাও একটু খাবার পাওয়ার আশায় আপনার আশেপাশে ঘুরঘুর করছে।
সবাই ভালো থাকুন। যার যার অবস্থানে পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকুন এবং সুস্থ্য থাকুন। আমাদের জন্য দোয়া করবেন।
কিছুক্ষণ আগেই একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, এই পাখিদের পানি দেওয়ার বিষয়ে আর কুকুর তো আমার খুব পছন্দের, হাঁ আপনার কথা গুলোই ভাবাচ্ছিলো আমাকে, আমি সম্পূর্ণ একমত, তাদের পানি এবং খাদ্য আমরা ব্যবস্থা করে দিলে অসুবিধা কি, দেওয়া উচিত মনে করছি।
সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাইয়া। খুবই ভালো কথা বলেছেন। বিশেষ করে ঢাকার প্রাণীদের জন্য সমস্যা টা প্রকোট। এগুলো করা গেলে মনের আরাম পাওয়া যায় খুব সত্যি। ভালো থাকুন শুভ কামনা রইলো
মানুষ ছাড়া অন্যান্য সব প্রাণী প্রকৃতির অলংকার। আর আমরা সেই অলংকার ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করছি। একবার ভাবুনতো প্রকৃতি ছাড়া মানুষ কি এক সেকেন্ড বাঁচতে পারবে। তাই এই অলংকারকে পরিচর্যা করারও দায়িত্ব আমাদেরই।
২১টি মন্তব্য
ইঞ্জা
কিছুক্ষণ আগেই একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, এই পাখিদের পানি দেওয়ার বিষয়ে আর কুকুর তো আমার খুব পছন্দের, হাঁ আপনার কথা গুলোই ভাবাচ্ছিলো আমাকে, আমি সম্পূর্ণ একমত, তাদের পানি এবং খাদ্য আমরা ব্যবস্থা করে দিলে অসুবিধা কি, দেওয়া উচিত মনে করছি।
সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ ভাই।
শামীম চৌধুরী
আপনাকেও ধন্যবাদ।
ইঞ্জা
ভালোবাসা অফুরান।
সুপায়ন বড়ুয়া
পাখি ভাইয়ের প্রস্তাব টা সুন্দর।
ভাল থাকবেন। শুভ কামনা।
শামীম চৌধুরী
আপনিও ভালো থাকুন এই মহামারিতে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। খুবই ভালো কথা বলেছেন। বিশেষ করে ঢাকার প্রাণীদের জন্য সমস্যা টা প্রকোট। এগুলো করা গেলে মনের আরাম পাওয়া যায় খুব সত্যি। ভালো থাকুন শুভ কামনা রইলো
শামীম চৌধুরী
আপনিও ভাল থাকুন দিদি।
তৌহিদ
এটি একটি দারুণ আইডিয়া। আমরা নিজেদের বাড়ান্দায় এই কাজটি করতেই পারি।
ধন্যবাদ ভাই, এত সুন্দর করে বুঝিয়ে বিষয়টি শেয়ার করার জন্য।
শামীম চৌধুরী
ভালো থেকো ভাইটি।
ফয়জুল মহী
চমৎকার ও উপভোগ্য আলোচনা ।
শামীম চৌধুরী
ধন্যবাদ মহী ভাই।
সুরাইয়া নার্গিস
চমৎকার পোষ্ট ভালো লাগছে ভাইয়া।
শুভ কামনা রইল।
শামীম চৌধুরী
শুভ কামনা জানবেন আপু।
ছাইরাছ হেলাল
এক জন প্রকৃত পাখি প্রেমির মতই বলেছেন।
এ সবকিছু চালু আছে, ভাই।
শামীম চৌধুরী
ভালো থাকবেন হেলাল ভাই।
এস.জেড বাবু
ভিন্ন রকম মানষিকতার পরিচয় পেলাম। ভালো লাগলো।
আপনার প্রস্তাব সুন্দর- সময় পেলে এমনটা করতে পারে যে কেউ। আমিও চেষ্টা করবো- অন্যদের বলবো।
ভালো থাকবেন আপনি,
শুভ কামনা
শামীম চৌধুরী
আপনিও ভালো থাকবেন দাদা।
হালিম নজরুল
মানুষ ছাড়া অন্যান্য সব প্রাণী প্রকৃতির অলংকার। আর আমরা সেই অলংকার ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করছি। একবার ভাবুনতো প্রকৃতি ছাড়া মানুষ কি এক সেকেন্ড বাঁচতে পারবে। তাই এই অলংকারকে পরিচর্যা করারও দায়িত্ব আমাদেরই।
শামীম চৌধুরী
জ্বী।
জিসান শা ইকরাম
খুবই ভালো একটি চিন্তা মাথায় প্রবেশ করিয়ে দিলেন।
ধন্যবাদ আপনাকে ভাই।
শামীম চৌধুরী
ভালো থাকুন জিসান ভাই।