
=============================
খুব ভাবলাম, পাথর হলে কেমন হয়
না কি মাটি হবো- মাটি হলে তো
অনেক ঘাসফুলের গন্ধ পাবো;
পাথর সেতো রক্তক্ষণ ঝরায় তাই না;
কিন্তু পাথর না হয়ে উপায় কি বলো?
অথচ মাটির ঘাসফুল শুকে যাবে
তার চেয়ে চলো পাথর হই! হাসছো
মাটির ঘ্রাণ নিতে নিতে এক প্রকার
বদাভ্যাসের পরিনিত হয়েছি;
ভাল মন্দ বোঝার ঘ্রাণ হারিয়ে ফেলেছি।
তার চেয়ে ভাল এখনি পাথর হই- ঢিল
ছুরতে খুব মজা পাবে- তাহলে পাথর হই!
ভাবো না আবার উঠানে পরে থাকব
যেখানে থাকার কথা ঠিক সেখানেই থাকবে-
ভেবেছো তো পাথর হতে দোষ নাই।
০৭ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০
—————————
১০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে। পাথর হলে দোষ নেই দারুন ভাবনার বহিঃপ্রকাশ। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি দিদি
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
সৌবর্ণ বাঁধন
পাথরেও ফাঁকেও জন্মায় অনেক অর্কিড ফুল কবি৷ সুন্দর হয়েছে অনেক।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি বাঁধন দা
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন———–
সুরাইয়া পারভীন
আমার তো মনে হয় পাথর হওয়ায় বেস্ট
মাটিকে তো সবাই দলে মথে যে যার প্রয়োজন মতো ব্যবহার করে
পাথর হলে সে সুযোগটা তো আর পাবে না
ভালো লিখেছেন
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় সুরাইয়া আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
ফয়জুল মহী
স্বচ্ছ কলমের ছোঁয়া পারে সমাজ বদলে দিতে ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
নিতাই বাবু
ঠিক বলেছেন কবি লিটন দাদা। “পাথর হতে দোষ নাই” আপনার কবিতার শিরোনাম, আর আমার জীবন। আমি নিজেই তো একটা জ্যান্ত পাথর।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–