পাথর হতে দোষ নাই

আলমগীর সরকার লিটন ২২ জুলাই ২০২০, বুধবার, ০৩:৫৮:২৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

=============================
খুব ভাবলাম, পাথর হলে কেমন হয়
না কি মাটি হবো- মাটি হলে তো
অনেক ঘাসফুলের গন্ধ পাবো;
পাথর সেতো রক্তক্ষণ ঝরায় তাই না;
কিন্তু পাথর না হয়ে উপায় কি বলো?

অথচ মাটির ঘাসফুল শুকে যাবে
তার চেয়ে চলো পাথর হই! হাসছো
মাটির ঘ্রাণ নিতে নিতে এক প্রকার
বদাভ্যাসের পরিনিত হয়েছি;
ভাল মন্দ বোঝার ঘ্রাণ হারিয়ে ফেলেছি।

তার চেয়ে ভাল এখনি পাথর হই- ঢিল
ছুরতে খুব মজা পাবে- তাহলে পাথর হই!
ভাবো না আবার উঠানে পরে থাকব
যেখানে থাকার কথা ঠিক সেখানেই থাকবে-
ভেবেছো তো পাথর হতে দোষ নাই।

০৭ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০
---------------------------

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ