পাথর-জনম

সাবিনা ইয়াসমিন ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ০৯:৪৬:০৪অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

পাথরের পর পাথর রেখে নিভৃত ঘর-খানি সমাপ্ত হলে,
পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর প্রয়াসে ভুলে গেলে,আমায়!
আগুন-প্রজ্বলনে পুড়েছিলাম,আমিও ;

কাফেলায় ছুটেছিলে পরশ পাথরের খোঁজে,
ভুল কাফেলায় পৌঁছেছো গর্গন রাজ্যে,
মেডুসার আবাসে কেবলই প্রহেলিকা!
সেথায় প্রস্তর-পাথরের দেখা মেলা ভার..

খেজুর আর শরাবের লোভে বেদুইনের দল বিনিময়
করেছিলো তোমায়,
বুনো ঘোড়ার আদলে,
নিক্ষিপ্ত হয়েছিলে
ক্লিউপেট্রার রুদ্ধ-মলিন আস্তাবলে ;
হৃষ্ট হাবসি গোলামের তালিকায়
নাম লেখাতে ব্যর্থ হলে, ত্রস্ত তুমি!

এই জনমে এলে পূজারীর খোলে
আরাধনা শেষে বিসর্জন শুধু তোমাকেই মানায়....

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ