পাতারা ফের এসেছে ফিরে

ছাইরাছ হেলাল ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৯:০২:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

ক্ষতিপূরণ হয়ে পাতারা ফের
এসেছে ফিরে, জানলার ওপাড়ে/ওপাশে,
অরক্ষিত/অদীক্ষিত পরিসরে মিশে আছে
খানিকটা দ্বিধায়, শিশির-স্নানের সমান্তরাল
রশ্মি গায়ে লেপ্টে;

ওঠো, উঠে তাকাও, জানালা ছুঁয়ে,
দ্যাখো পাতাদের প্লাবন ভূমি, অপেক্ষার
উঠি উঠি সকাল, স্নায়ুর প্রান্তিকে উচ্চকিত হৃদ-ধ্বনি
কমনীয় অমরতায় স্থির দাঁড়িয়ে আছে,
কুয়াশা গুটিয়ে অবিকল সুবাতাস বসন্ত পরম্পরায়
ছলকে দেবে;

আরবার যদি দেখা পাই অলোকসুন্দর অরুণাভে,
লিখে নেব/দেব সামান্য একটি গীতিকবিতায়
দুরূহ-দূরাভ সংকেতে, প্রত্যাবৃত্তের কাহিনী
নন্দিত বন্ধকি হৃদয়ে।

স্বাধীন নিসর্গ-নির্বাসনের আড়াল নিয়ে
আজ এতটা গরিমা না দেখালেও পারতে,
মুষ্টিমেয় অন্যমনস্কতার ভাব নিয়ে।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ