বৃষ্টি-শীতের উঠি উঠি সকালে
ঝনন দিয়ে জানান দিচ্ছে পাতারা,
ভূমিকম্প-টম্প নয়,
স্বপ্ন-ভাঙ্গা মেঘলা আকাশের হাতছানি;

আলসেমির আধ-বোজা চোখে প্রতুল বিস্ময়
ধ্যাত, এ-সব এমন করে জানান দিয়ে কি হয়?
তার চেয়ে বরং একটুখানি ছিমছাম মিথ্যুক-কথা
আলগোছে শুনতে শুনতে মশারী গুটিয়ে
জিরাফ গলা বাড়িয়ে, আড় চোখে দেখে নেয়া যেতে পারে
ও-দিকটায়, জিপসি-চেয়ারে কেউ বসে আছে কী না
আকাশে হেলান দিয়ে!

হতেও তো পারে! কিছু একটা উছিলা নিয়ে
ভাবুক ঘড়িটা ঢং শব্দে ক্ষণ গণনা শুরু করে দিতে পারে
অথৈ উৎসবের।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ