বৃষ্টি-শীতের উঠি উঠি সকালে
ঝনন দিয়ে জানান দিচ্ছে পাতারা,
ভূমিকম্প-টম্প নয়,
স্বপ্ন-ভাঙ্গা মেঘলা আকাশের হাতছানি;

আলসেমির আধ-বোজা চোখে প্রতুল বিস্ময়
ধ্যাত, এ-সব এমন করে জানান দিয়ে কি হয়?
তার চেয়ে বরং একটুখানি ছিমছাম মিথ্যুক-কথা
আলগোছে শুনতে শুনতে মশারী গুটিয়ে
জিরাফ গলা বাড়িয়ে, আড় চোখে দেখে নেয়া যেতে পারে
ও-দিকটায়, জিপসি-চেয়ারে কেউ বসে আছে কী না
আকাশে হেলান দিয়ে!

হতেও তো পারে! কিছু একটা উছিলা নিয়ে
ভাবুক ঘড়িটা ঢং শব্দে ক্ষণ গণনা শুরু করে দিতে পারে
অথৈ উৎসবের।

৫২২জন ৩৭৭জন
24 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ