পাতাগুলো অম্লান

আলমগীর সরকার লিটন ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১১:৩৩:৫৮পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু

 

হারিয়ে যাচ্ছে অসংখ্য পাতা!
একদিন আমার পাতাও হারিয়ে যাবে
বুঝতে পারি না- জানতেও পারি না
কোন পাতার সুঘ্রাণ- বড় মধুময়;
অথচ কষ্ট হয় তখনী, যখনী শুনতে হয়
সে পাতা আর নেই- ঝরে গেছে
গভীর মাটির মমতায়- কোথায় হারালো
জানা হলো না শুধু অভিমানে চলে গেলো!
কোথায়? সবটুকু মমতার কায়া রেখে গেলো
জানা হলো না স্বপ্ন পুরনে কথার আনন্দ
অথচ বিশ্বাসটুকু যে ধর্ম, সেই ধর্মের আলোকে
প্রার্থনা জানাই প্রভু- এ পাতা- সব পাতা-
জান্নাত দান করো প্রভু! পাতাগুলো অম্লান।
২৮ভাদ্র ১৪২৮, ১২সেপ্টেম্বর ২১

উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু

২৯৪জন ২৩১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ