পাজী

শামীনুল হক হীরা ৯ জানুয়ারি ২০২১, শনিবার, ১০:০৩:৫৪পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

দুনিয়াতে আছে বহুরকম পাজী,
জনসম্মুখে থাকে ভাল সাজি।
অকাজের বেলায় সেইরকম কাজি,
কোন একসময় মনকে করে রাজি।
টাকার গরমে জীবন রাখে বাজি,
হজ্জ্ব করে নামে লাগায় হাজী।

পোশাক দেখিয়ে বলে করে এসেছি হজ্জ্ব!
মিথ্যা বলে বুঝায় যে তা বলা খুব সহজ!
একবার ভাবেনা যে মিথ্যা না বলা ফরয!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ