পাগল রঙ্গ এবং বঙ্গ…

সীমান্ত উন্মাদ ২১ জানুয়ারি ২০১৪, মঙ্গলবার, ০৩:৩৪:৫৭অপরাহ্ন বিবিধ ২২ মন্তব্য

\|/ :D) ;( -:- ^:^ \|/

লক্ষ জাতের পাগল আছে
এখন বাংলাদেশে,
কেউবা আসল রুপে আবার
কেউ বা ছদ্মবেশে।। :=

ভবের পাগল, ভাবের পাগল
শখের পাগল কেউ,
ঝড়ের মত পাগল আছে
কেউবা শান্ত ঢেউ।। 😀

কেউবা পাগল বুদ্ধিজীবি
বুদ্ধি রাখেন খাসা,
রাজনীতিবিদ পাগল যারা
ভীষন সর্বনাশা।। ^:^

কেউবা পাগল ফ্রাষ্ট্রেশনে
কেউবা পাগল নেশায়,
সপ্ন পাগল ঘুমিয়ে কাটায়
সপ্ন দেখার আশায়।। 😮

ফ্যাশন পাগল, বইয়ের পাগল
কেউবা পাগল নামের,
সাগর পাগল, খাওয়ার পাগল
পাগল আছে প্রেমের।। \|/

বিঃদ্রঃ ইহা একটি রম্য রচনা, কারো জীবনের সাথ মিল খাইলে আমি পাগল দায়ি নই। আর জানেনতো পাগলে কিনা বলে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ