যদি নাইবা ভালোবাসতাম কি হতো বল তোমার
যদি নাইবা প্রেমে পরতাম কিবা হতো বল তোমার
তবে কি বলতে পারতে দেখ পাগল প্রেমিক আমার।
ছল করে দিয়েছ মনে প্রেমের বিষবাস্প
মরণ দেখে আমার দূরে বসে এখন বেশ হাসছ।
প্রেমে পরে ছিলাম তোমার সেই সম্মোহনী হাসিতে
জানতাম না মরণ লেখা আছে তোমার প্রেমের ছলনাতে।
হায় প্রেম ছলনাময়ী এই ছিল তোমার মনে
পাগল প্রেমিক তোমার মরে এখন প্রতিটি ক্ষনে।।
Thumbnails managed by ThumbPress
৩০টি মন্তব্য
মিষ্টি জিন
আপনি কবিতাও লিখেন? ইস সোনেলার সোনাদের কত গুন.
আমি কেন কবিতা লিখতে পারি না ;(
ছবি এবং কবিতা অপূর্ব ।
ইঞ্জা
কবিতা লেখা কিন্তু কষ্টের নয় পার্টনার, মন থাকলেই হয় শুধু দেখার চোখ আর মন এই দুইটা ব্যবহার করুন বাকিটা চলে আসবে। 🙂
ধন্যবাদ উৎসাহিত করার জন্য। 🙂
ব্লগার সজীব
ভাইয়া দেখি কবিতাও লেখেন 🙂 গল্প পড়েই বুঝেছি যে আপনার প্রেমিক মন।
ইদানিং কম আসছেন যে সোনেলায়? সমাজ সচেতনতা মুলক লেখা চাই ভাইয়া।
ইঞ্জা
ধন্যবাদ ভাই উৎসাহ দেওয়ার জন্য, প্রেমিক মন কিনা যানিনা যার বুঝার কথা সেই বুঝে নাই তাহলে প্রেমিক মন হয়ত নেই আমার, সমাজ সচেতনতা মূলক পোষ্ট আমি লিখি কিন্তু এইবার গল্প লিখতে গিয়ে ধরাটা খেয়েছি সোনেলার কাছে, বুঝেনিতো ২৪ ঘন্টায় একটা লেখা এর বেশি নয় আর চাকরী বাকরী নিয়ে ব্যস্থ থাকায় কমই আসি কিন্তু চেষ্টা করি রেগুলার থাকতে, পাশে থাকতে সোনেলার সোনাদের সাথে। 🙂
ব্লগার সজীব
২৪ ঘন্টায় একটি লেখা, এটি কিন্তু কম নয়। বছরে বিভিন্ন ছুটি পর্ব যদি ৬৫ দিন ধরি, তাতেও বছরে ৩০০ লেখা আসে। যা এখন পর্যন্ত সোনেলায় কেহ লেখতে পারেননি। আপনি বছরে ৩০০ লেখা দিয়ে একটি রেকর্ড করতেই পারেন 🙂 শুভেচ্ছা থাকলো আগাম ট্রিপল সেঞ্চুরীর জন্য -{@
ইঞ্জা
এই সেরেছে কোথায় হাত দিলাম, এতো বাঘের ঘরে ঘোগের বাসা, আমি নেই, যা আছে তাতেই চলবে। 😀
অপার্থিব
অল্প কথায় ভালই লিখছেন প্রেমের কবিতা। ছবি খান পাইলেন কই ? গুগল? কবিতার সঙ্গে ছবিটা পারফেক্টলি ম্যাচ করেছে।
ইঞ্জা
কবোতা (যা কবিতা নয়) ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম 😀
ছবি অবশ্যই গুগল বেটি ধার দেয় আমাকে :p
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
ভাই আপনি কবি? আগে বলেন নি কেন?
আমি আবার কবিদের নিয়ে ব্যাপক হাসাহাসি করি,
বিপদে পড়ে গেলাম যে,
চালিয়ে নিন, সাথেই আছি।
ইঞ্জা
ভাই আমি কবি কিনা জানিনা কিন্তু অহবি (কবি নয়) তা জানি, কবিদের নিয়ে হাসা হাসি কেনো জানালে সাধু সাবধান হতে পারবে। 😀
ধন্যবাদ ভাই, পাশে আছেন জেনে আপ্লুত হলাম। 🙂
শুন্য শুন্যালয়
বাহ কবিতা সাথে আবার ছন্দ ফ্রি 🙂 ধারাবাহিক গল্পের মাঝে অন্য লেখাও এমনি করে দিতে হবে, ভাইয়া।
ভালো হয়েছে কবিতা 🙂
ইঞ্জা
চেষ্টা করি আপু মাঝে মাঝে, জানিনা তা কবিতার দ্বারে কাছে যায় কিনা, গল্প লিখতে লিখতে হাপিয়ে উঠেছি তাই কবোতা (কবিতা নয় যা) দিয়েছি আর ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ আপু। 🙂
নীলাঞ্জনা নীলা
আপনি কবিতাও লেখেন!!! 😮
:c
ইঞ্জা
লিখি কিনা জানিনা আপু কিন্তু মাঝে মাঝে কোদাল নিয়ে কোপাকুপি করি। :p
নীলাঞ্জনা নীলা
কোদাল দিয়ে কোপাকুপু করে মাঝে-মধ্যে কিন্তু রত্ন মিলে যায় ইঞ্জা। 🙂
ইঞ্জা
😀
মৌনতা রিতু
পাগল প্রেমিক ,,,,,,,, ইন্জা ভাই ফেসবুকে লেখে মাঝে মাঝে কয়েক লাইন কবিতার দেখি অবশ্য আমি।
চমৎকার ছন্দময় কবিতা।
ইঞ্জা
আর কি, মাথায় যখন ছিটে কিলবিল করে তখন দুয়েক লাইন লিখে বুঝায় আমি আর কম কি? :p
ধন্যবাদ আপু। 😀
প্রহেলিকা
আহা প্রেম! কবিতাটি পড়ে কেমন জানি হাহাকার জাগলো মনের ভেতর।
প্রেমিকের পাগলই হয় বুঝি। সুন্দর লেখা।
শুভকামনা।
ইঞ্জা
ধন্যবাদ ভাই আপনার হাহাকার মন্তব্যের জন্য, পাশে আছেন আর থাকবেন এই কামনা করি। 🙂
আবু খায়ের আনিছ
কি নিষ্ঠুর! এটা প্রেম নাকি? এটা নোংরামি।
ইঞ্জা
হাঁ ভাই, তাই তো হয় নাকি? ;(
ক্রিস্টাল শামীম
সোনেলার পাগল প্রেমিক কে মরতে দেওয়া যাবেনা। আমাদের যে প্রেমের গল্প পড়তে হবে। কবিতা দারুন হইছে।
ইঞ্জা
এই সেরেছে, শেষ পর্যন্ত পাগল প্রেমিক তকমা জুটলো!
দোয়া রাখবেন ভাই যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। 🙂
নাসির সারওয়ার
এতো প্রেম ছিলো কোথায়!
বড় বড় সিকুয়াল এর মাঝে এরকম লেখা বেশ ভালো লাগলো।
ইঞ্জা
😀
ধন্যবাদ ভাই, দোয়া করবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রেমিক মন কত কিছু কয় -{@
ইঞ্জা
:D)
অরুনি মায়া অনু
প্রেম কখনো সুখের নয়। প্রেমের অপর নাম যন্ত্রণা। জেনে শুনে তবুও মানুষ বিষ করে পান।
ইঞ্জা
তাই?
তাহলে বলি প্রেম হলো জীবনের আরেক ভিত্তি, এছাড়া জীবন চলতে পারেনা কিন্তু কিছু ছলনাময়ীর কারণে প্রেম আজ বিবর্ণ এরপরেও প্রেম চিরন্তন।