পাগল প্রেমিক

ইঞ্জা ২৬ আগস্ট ২০১৬, শুক্রবার, ০৩:৫৩:৫৮অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

 

images (5)

যদি নাইবা ভালোবাসতাম কি হতো বল তোমার
যদি নাইবা প্রেমে পরতাম কিবা হতো বল তোমার
তবে কি বলতে পারতে দেখ পাগল প্রেমিক আমার।

ছল করে দিয়েছ মনে প্রেমের বিষবাস্প
মরণ দেখে আমার দূরে বসে এখন বেশ হাসছ।

প্রেমে পরে ছিলাম তোমার সেই সম্মোহনী হাসিতে
জানতাম না মরণ লেখা আছে তোমার প্রেমের ছলনাতে।

হায় প্রেম ছলনাময়ী এই ছিল তোমার মনে
পাগল প্রেমিক তোমার মরে এখন প্রতিটি ক্ষনে।।

 

6 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress