তুই তো দেখছি ঝড়ো হাওয়া!
ক্ষণে আমার শ্রান্ত পাতাকে
শাঁ শাঁ শব্দে নাড়িয়ে যাওয়া।

ভেবেছিলাম তুই বৃষ্টি হবি!
আমি ধুয়ে যাব প্রাণ ফিরে পাব
চলে যাবি তুই আমি হব কবি।

কোথাও তুই বৃষ্টি-বাদল, কোথাও মাতাল হাওয়া।
বুঝিনা তুই আছিস কেমন
কেমন তোর
আসা যাওয়া!

পাগলি রে, তুই ভাল থাকিস।
বাঁচিস যেন পরিপূর্ণতায়
শিশুর হাসিটি হাসিস।

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ