পাগলা গারদ থেকে

কামরুল ইসলাম ১৫ অক্টোবর ২০২১, শুক্রবার, ১১:৪৯:৪৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

হঠাৎ আমি পাগলা গারদ থেকে পালিয়ে এলাম

জীবনের রঙ খুঁজতে, ঢঙ এর কবলে বন্দি ছিলাম

প্রকৃতির নির্যাসে খুঁজে পেলাম আবার প্রাণ

উদ্যাম বাতাসে মিশে দিলাম জীবনের ঐক্যতান  ।

আয়না বিবির বায়না ঝুরিতে, পাগলা বাঁধা নাই আর

মাথার উপরে উদার আকাশ, নীলে ভরা বুক তার ।

নিঃশ্বাস রাখি, স্বস্থির টানে   মুক্ত বিহঙ্গের ডানা

এই আছি, এই নাই  যেমন খুশি ইচ্ছে খানা ।

আলো মাখি,  বাতাসে ভাসি, খাঁজনার হিসাব বাকি

পিছু ফেরার টান নেই,  ভান নেই, ইচ্ছে মতো থাকি ।

 

হঠাৎ ই আমি ফিরে এলাম,  পাগলা গারদ থেকে

বিস্মিত ই হলাম বেশ,   দেয়ালের এপার উপার দেখে  ।।

 

রচনা কাল ঃ ১৫/১০/২৯২১

ঢাকা

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ