পাখি

ছাইরাছ হেলাল ৩০ আগস্ট ২০১৫, রবিবার, ০২:২০:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ৬৪ মন্তব্য

যখনই দু’চোখ মেলে আকাশচোখে আকাশ দেখি
ছোট্ট সেই দুষ্টু দুষ্টু নীল পাখিটিকে খুঁজি:
খুঁজি প্রশান্ত সৌন্দর্য্যের।
ডাকি, নীল পাখি এসো এসো,
ভেসে ওঠে নীলাকাশে হৃদয় আর্তির প্রসারী বার্তা।
পাখির নূতন জীবন নূতন দৃশ্য, কাঁচুলি আর ওড়না ছিড়ে ফেলে
প্রকৃতির স্বচ্ছতায় পেখম মেলে ঐ আকাশের বনে
নীল জ্যোৎস্নায়, সচেতন অবচেতনে ছিল কোন প্রগাঢ় বন্ধন
যা অটুট আজও।

শ্রান্তের ক্লান্ত উল্লাসে খাঁচার ফাঁক গলে উড়ে যাওয়া
নীল পাখিটি ফুল নিয়ে আজও আসে, এই অবেলায় ও।

রাই...

0 Shares

৬৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress