
বাবা টিয়া গাইছে গান,
আমড়া গাছের ডালে।
ছানাগুলো আশ্রয়ে,
মায়ের বুকের তলে।
রীনা বসে বীনা বাজায়,
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি,
একটা ধরে আন।
মা শুনে কয় বনের পাখি,
বনেতে মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী,
উচিত কাজ নয়।
দীনা বলে ঠিক তবে তাই
বাঁচুক ওরা ওদের মত করে ।
মুক্ত স্বাধীন কাটাক জীবন,
এদেশ ওদেশ ঘুরে।
২৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
বাবা টিয়া গাইছে গান,
আমড়া গাছের ডালে।
ছানাগুলো আশ্রয়ে,
মায়ের বুকের তলে। “
খুব ভাল লাগলো।
শুভ কামনা।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা ।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।শুভ সকাল
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি।
নিতাই বাবু
আপনার লেখা ছড়া কবিতাগুলো খুবই ভালো লাগে। শুভেচ্ছা জানবেন।
ইসিয়াক
কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা
ছাইরাছ হেলাল
ওরা কাটাক ওদের মনে
বন-বাদারে ঘুরে ফিরে।
ইসিয়াক
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
ভালো থাকুন সবসময় ।
রেহানা বীথি
অনেক ভালো লাগলো।
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
অনন্য অর্ণব
বনের পাখি বনেই সুখী। ছড়ায় বাচ্চাদের জন্য দারুন একটি শিক্ষনীয় বিষয় তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
ফয়জুল মহী
মননশীল ভাবনা । ভালো থাকুন। আরো লিখুন।
ইসিয়াক
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ।
মোঃ মিজানুর রহমান সুমন
দারুন লিখেছেন ভাই
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
কামাল উদ্দিন
আপনার লেখা ছোটদের ছড়াগুলো বেশ ভালো হয়………শুভেচ্ছা জানবেন ভাই।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
সময় করে এই ছড়া কবিতাগুলো আরো কিছু সম্পাদনা করতে হবে। আপাতত মনে যা আসে লিখে রাখি। আপনারা পড়েন তাই নিজেকে ধন্য মনে করছি। শুভকামনা রইলো।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
বন্যেরা বনেই সুন্দর,
চমৎকার লেখেন আপনি, আর ফিচার ছবিটা দারুন।
খুব সুন্দর পোস্ট দিয়েছেন ইসিয়াক ভাই 😊😊
ইসিয়াক
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু্ ।
মন্তব্যে অনুপ্রণিত হলাম।
শুভকামনা।
সুরাইয়া পারভীন
প্রাণী মাত্রই স্ব স্ব অবস্থানেই সুন্দর
চমৎকার ছড়া
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্ ।
শুভসকাল।