পাখির মতন জীবন।

মনিরুজ্জামান অনিক ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার, ০৫:৩০:০৩অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
  • দূর আকাশে একটা মেঘ অন্ধকার করে আছে।

এখনি বৃষ্টি নামবে হয়তো!

নাগরিক কোলাহল কিছুটা থেমে গেলে,

আমি জানালার পর্দা সড়িয়ে ভাবি তোমাকে।

যতদূর চোখ যায় আকাশের ঠিকানায়,

দেখি একটা পাখি এখনো হিসেব করে উড়ছে

তার নাকি আরো কিছু পথ উড়া বাকি!!

মানুষের জীবন কিছুটা পাখির মতন…

সারাদিন উড়া উড়ি, বেলা শেষে ক্লান্ত পায়ে ঘরে ফিরে। আমি বসে আছি জানালার পর্দা সড়িয়ে,

একটা গাছ বহুকাল এখানে দাঁড়িয়ে, দিনরাত

বাতাস মেখে গায় পাতাদের শুনায় – মানব কাহিনী।

মানব জীবন কিছুটা পাখির মতন।

কিছু প্রেম সে ডানায় মেখে রাখে কিছুটা প্রেম

ছড়িয়ে দেয় জীবন্ত নদীর স্রোতে।।

মাঝেমাঝে শূন্য বারান্দায় হাহাকার নেমে আসে।

সময় যেনো থেমে যায় এই বিন্দুতে এসে।

 

আমি একা দাঁড়িয়ে থাকি, দেখি –

পাখিটি উড়ছে যার এখনো উড়া বাকি আর সেই গাছটি যে এখনো বাতাস লাগিয়ে,পাতাদের শুনায়

মানবের জীবন কাহিনী।

২৫১জন ১৮৯জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ