পশ্চাতের দিনগুলো খুব ছিলো ভালো
হেসেখেলে নানা খেলা সারাদিন কাটে,
গিরিপথ দিয়ে বয়ে গেছি কত হাটে;
পশ্চাতের দিনগুলো প্রাণে খুব আলো।
ইচ্ছে খুশি ঘুরে ফিরে রাগটা যে কালো
পশ্চাতে আছে জীবনে সুখে তো ললাটে
হেনকালে দুখে ভাসে আঁখিজলে পাটে;
নদী তীরে স্নিগ্ধ ভোরে সূর্য প্রভু জ্বালো।
ছেলেবেলা মতো সুখে ক্ষণ কাল নাই
বাবা মায়ের কাছেতে ধরি মর্জি কত,
চেয়েছি যে আমি যা যা পেয়েছি তো তাই
সারা প্রাণ ক্ষণ কাল লেগে থাক শত।
আসিবে না কভু ফিরে অতীত তো ভাই,
করি মোরা বৃথা চেষ্টা প্রাণপণে যত।
রচনাকালঃ
১৩/০৮/২০২১
৮+৬ অক্ষর বৃত্ত ছন্দ
পেত্রার্কীয় সনেট
কখখক/কখখক/গঘগঘগঘ
———————
আমাদের কথা
জাহাঙ্গীর আলম অপূর্ব
মোদের কথা বলবো কি আর
কষ্ট প্রাণে আজ
মানুষ হয়ে মানুষ মারে
এ কেমন ভাই কাজ।
ভাবি আমি তাদের কথা
অন্তরে নেই ভয়,
নরহত্যা করে তারা
ভয় করেছে জয়।
পাখির প্রতি মানুষের ওই
যত মায়া ভাই
নরের জন্য নরের রে ভাই
তত মায়া নাই।
নরহত্যা জঘন্য কাজ
সবাই জানে ভাই,
মারার বেলায় তাদের কথা
মনে জাগে নাই।
আছে তাদের পরিবার ভাই
কষ্ট কাটে দিন,
যারে তুমি হত্যা করলে
কি ছিলো তার ঋণ।
রচনাকালঃ
০৬/০৭/২০২১
৪+৪/৪+১
৮টি মন্তব্য
রিতু জাহান
পশ্চাত যদিও পিছন বা বোঝায় বা এর প্রতিশব্দ অনেক তবু ভাষার প্রয়োগ এর ক্ষেত্রে সব শব্দ সবখানে আমরা ব্যবহার করি না।
যেমন -চালাক মানে বুদ্ধিমতী, চৌকস, বুঝি। কিন্তু চালাক শব্দটাতে আমরা নেগেটিভ অর্থে ধরি।
ভালো থাকুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।
আপনার মন্তব্য আমাকে আরো সচেতন করলো।
শুভকামনা রইল।।।
রিতু জাহান
একসাথে দুই ধারার লেখা না দিয়ে আলাদা আলাদা দিবেন,, এটাতে আপনার লেখা গোছানো থাকবে ব্লগে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।।।
শুভকামনা রইল সতত।।।।
আরজু মুক্তা
হারিয়ে গেলেই বোঝা যায়, কি হারালাম।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
একদম ঠিক বলেছেন।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
যে দিন যায় তা আর ফিরে আসে না। ছোট বেলার দিন গুলো খুব সুন্দর ছিল। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অতুলনীয় প্রকাশ মন্তব্য।
শুভকামনা রইল