পরীর দেশে

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩০ জানুয়ারি ২০২২, রবিবার, ০৪:২৮:৪০অপরাহ্ন ছড়া ৬ মন্তব্য

৪+৪ স্বরবৃত্ত ছন্দ

নীল ডানার ওই পরী এসে

নিয়ে গেলে তারই দেশে,

বরণ করলো মিষ্টি হেসে।

মিষ্টি মধুর কথার সুরে

নিয়ে গেলো অন্তঃপুরে,

খেতে দিলে পেটটি পুরে।

নিশি যখন গভীর হলো

নতুন নতুন পরী এলো,

হাসি মজাই নিশি গেলো।

পরীর দেশে ফুল বাগানে

ফুলও ফোটে পাখির গানে

ছোটে সবাই মনের টানে।

হাসি মজা বিকেল বেলা

সবাই মিলে করে খেলা

পরীর দেশে পরীর মেলা।

রচনাকালঃ

২৩/০১/২০২২

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ