
তোমাকে বদলে যেতে দেখেছি,
দেখেছি পালটে যেতে।
পবিত্রতায় তুমি নিজেকে সাজিয়েছ,
বদলে ফেলেছ নিজেকে...
প্রখর রোদের উত্তপ্ত আলোয়
দাবদাহের অনলে পুড়ে...
নিজেকে করেছ খাঁটি
আত্মাকে করেছো পরিশুদ্ধ।
সত্যি কথা...
তোমাকে চিনে নিতে
এতটুকু ভুল হয়নি আমার।
আমার বিশ্বাসের সবটুকু আস্তরনে
তুমি
সুনিপুণভাবে জাল বুনেছ হৃদয়ে
এ জীবনে...
ক্ষমা করো আমার অপারগতা,
অনুভূতির গভীর থেকে।
যতটুকু ভুল- সেতো ভালোবেসে।
শিরার অভ্যন্তরে সৃষ্টিকর্তার অনুভব
দেখে আমিও
গলিত বরফের মতো হয়ে যাই।
কি আশ্চর্য পবিত্রতা...!
বিধাতার ইচ্ছের কাছে নতজানু হই।
সব যেনো তাঁর খেয়ালের খেলা।
পরশপাথরের ছোঁয়ায়,
লোহাকে করেছে সোনা।
Thumbnails managed by ThumbPress
৫টি মন্তব্য
নিতাই বাবু
আমার মহান সৃষ্টিকর্তার খেলা। “বিশ্বাসে বিশ্বাস আনে, অবিশ্বাসে দূরত্ব”।
তৌহিদ
অপারগতাগুলি মেনে নিয়ে কাউকে ভালোবাসাই প্রকৃত প্রেম। সবাই সব কিছু পারেনা। সুন্দর লিখেছেন প্রেমকাব্য।
শুভকামনা রইলো আপু।
মনির হোসেন মমি
প্রখর রোদের উত্তপ্ত আলোয়
দাবদাহের অনলে পুড়ে…
নিজেকে করেছ খাঁটি
আত্মাকে করেছো পরিশুদ্ধ।
ভুল বুঝতে পারা নিজেকে নিজে চিনতে পারার মাঝেই জীবনের সার্থকতা। ভাল উপলব্দি।
আরজু মুক্তা
শেষের চারলাইনে ভালো বলেছেন। কোমল হৃদয় কাঠিন্য ছেড়ে সোনার মতো জ্বলজ্বল করে।
সাবিনা ইয়াসমিন
কিছু পরিবর্তন আমাদের বদলে দেয়, বদলে দেয় চারপাশ। পরিবর্তন যদি মনে আনন্দ আর পবিত্রতা নিয়ে আসে, তার উজ্বলতা মণি-মানিক্যকে হার মানায়।
খুব ভালো লাগলো আপনার এই লেখাটি পড়ে।
ভালো থাকুন, শুভ কামনা অনাগত দিনের। 🌹🌹