পরিবর্তন

শিরিন হক ৫ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০১:৫১:২৩পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

 

 

তোমাকে বদলে যেতে দেখেছি,
দেখেছি পালটে যেতে।
পবিত্রতায় তুমি নিজেকে সাজিয়েছ,
বদলে ফেলেছ নিজেকে...

প্রখর রোদের উত্তপ্ত আলোয়
দাবদাহের অনলে পুড়ে...
নিজেকে করেছ খাঁটি
আত্মাকে করেছো পরিশুদ্ধ।

সত্যি কথা...
তোমাকে চিনে নিতে
এতটুকু ভুল হয়নি আমার।
আমার বিশ্বাসের সবটুকু আস্তরনে
তুমি
সুনিপুণভাবে জাল বুনেছ হৃদয়ে

এ জীবনে...
ক্ষমা করো আমার অপারগতা,
অনুভূতির গভীর থেকে।
যতটুকু ভুল- সেতো ভালোবেসে।

শিরার অভ্যন্তরে সৃষ্টিকর্তার অনুভব
দেখে আমিও
গলিত বরফের মতো হয়ে যাই।

কি আশ্চর্য পবিত্রতা...!
বিধাতার ইচ্ছের কাছে নতজানু হই।
সব যেনো তাঁর খেয়ালের খেলা।
পরশপাথরের ছোঁয়ায়,
লোহাকে করেছে সোনা।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ