
মানুষের প্রতি, এত বিতৃষ্ণা কেন তার?
অভিধান খুঁজে পায়না বলে, নাকি তারা মূলত নিজের নয়?
অনেক দিন পর দেখা হলে সিনা মিলিয়ে ও কেন বুকের আগল খুলতে পারেনা সে?
কেন স্পর্শগুলো বড় অসহ্য আর ভারি লাগে?
কেউ তার নয় সে-ও কারো নয়, এভাবেই তো বেশ চলে যাচ্ছে….
কী দরকার ভালোবাসা বাসির?
নিজের অতলান্তে এত রহস্যের জাল জালর টেনে রেখেছে,
সেসব জট খোলার সময় হয়েছে এই মধ্য বয়সে।
অত সাত-পাঁচ আর মেকি সমাজ, নিরীক্ষক পরিবার…
যাচ্চলে! ওসব বলে রোষানলে পড়তে হবে পরে।
কী হবে আর গুণের পাহাড় গড়ে?
থাক না যে যার মতো, কাজ কী অত ঘাঁটিয়ে?
সকলে ভালো থাকুক দূরে কোথাও কিংবা অনতিদূরে!
আজকাল তার কাছে ফুলের রেনু ও ভীবৎস লাগে,
এমন ও কিছু দিন গেছে, চারা গাছ পুষে, ফলজ হওয়ার আগেই স্বপ্ন বুনেছে।
স্বপ্ন সত্যি হতে হতে চোখে এখন ছাউনি পড়েছে,
ভালো দেখতে পায়না এখন আর সে,
গন্ধ আলাদা করার বোধ ও নেই প্রায়।
একলা বসে সে ভাবে, কবি বলেছিলেন __ “আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে “।
তেঁতে উঠে মন, ভূত্বকে ছড়িয়ে যায় বিষন্নতার প্রসাধন!
কি যায় আসে তাতে কোথায় বসল দাঁড়ি, কমা, ও সেমিকোলন?
যখন পান্ডুলিপির শুরুতে থাকে ভুল ব্যকরণ।
উপরোল্লিখিত সব চিহ্নই আজ পরিত্যক্ত, উত্তরগুলো ও থাকুক অনুক্ত।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ গভীর ভাবনাময় প্রকাশ কবি আপু অনেক ভাল থাকবেন——–
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ লিটন দা। ভালো থাকবেন আপনি ও
মোঃ মজিবর রহমান
বুঝি বুঝিনা। তবে চমৎকার ভাবনার প্রকাশ। ধন্যবাদ আপনাকে।
খাদিজাতুল কুবরা
ভাইয়া চেনা পৃথিবী একসময় অচেনা হতে শুরু করে, কম বেশি সবার জগতের ধরণ হয়তো এটাই। আর তখনি মানবজীবন নিস্প্রভ হয়ে পড়ে।
এটুকুই বোঝাতে চেয়েছি।
পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন শুভেচ্ছা সবসময়।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ বুবু, সেই জন্যই বলি বুঝু বুঝনা অনেকে আপন কেউ আপন না, বুঝা কঠিন ! মাথায় ধরে না।
নার্গিস রশিদ
সুন্দর ভাবনার প্রকাশ। ভালো লাগলো। অনেক শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ আপা।
ভালো থাকবেন শুভেচ্ছা সবসময়।
মনির হোসেন মমি
জীবনের শুরুটা যদি ভাবি ভুল তবে জীবনে বেচে থাকাটাই একটা বড় ভুল।ভুল শুদ্ধের মাঝেই জীবন হয় ক্ষণ সুন্দর।
চমৎকার কবিতা।গভীর জীবননোধ উপলব্দি।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
একসময় সবকিছুই নিজের মতো করে নিজের মধ্যে বুঁদ হয়ে যেতে হয়, তখন অন্য কারো চিন্তা ভাবনা, পাশে থাকা না থাকা তেমন একটা প্রভাব ফেলে না। তখনই চেনা জগতটা অচেনা মনে হয়, মনে হয় অন্য গ্রহে বাস করছি, পরিচিত মুখগুলো বিস্ময়কর , অদ্ভুত ভাবে ধরা দেয়। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ আপু
খাদিজাতুল কুবরা
সে-ই তো দিদি ভাই। মনোজ্ঞ বিশ্লেষনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকবেন শুভেচ্ছা সবসময়।
হালিমা আক্তার
যে চোখে পড়েছে ছানি, সে চোখে স্বপ্ন কি করে আঁকি। বিতৃষ্ণা যখন পাশে এসে ভর করে, তৃষ্ণার রঙ ধুসর মনে হয়। খুব সুন্দর লিখেছো। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন প্রিয় আপু।
রোকসানা খন্দকার রুকু
কে ভালবাসলো আর ফেলে দিলো তা দিয়ে কি এসে যায় এমনটাই ভেবে নিতে পারলে তো অনেক ভালো। জীবন চলে যেত নিজের মতো করে।
আমার ঈদানিং সুন্দরে বড় অতৃপ্তি! অযথা- কি দরকার!
শুভ কামনা ও ভালোবাসা অশেষ!!!
খাদিজাতুল কুবরা
ভালোবাসা জেনো প্রিয় বন্ধু!
আমি ও দুঃখ ভালোবেসে লিখি লোকে পড়তে ভালোবাসে।
আগাপাছতলা দুঃখই দুঃখ।
তা স্বত্তেও জীবন সুন্দর।
ভালো থেকো।
হালিম নজরুল
জীবনবোধের চমৎকার উপস্থাপন।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন
বোরহানুল ইসলাম লিটন
কেন জানি জীবনটাই এমন!
এক সময় যে গাছ তলে সুহৃদরা আসতো ফুল কুড়ানোর আশায়
ক’দিনের পরিক্রমায় যেন কেউ ছায়ার তিয়াসী হয়েও আসে না।
বন্ধন যদি না হয় আত্মার সাথে
সকাল বিকাল সেথা হেরে যারা রাতে।
মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।