পরিণতির দ্বিতীয় পৃষ্ঠা

হালিম নজরুল ৬ মার্চ ২০২০, শুক্রবার, ১২:৫৩:৫৩পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

সকাল-সন্ধ্যা আকাশ ঘোরো তুমি
চোখদুটোতে রঙিন চশমা এঁটে
মেঘ দ্যাখো'না,দ্যাখো'না এই ভূমি
ঘর খেয়েছো পর খেয়েছো চেটে

জন্মজাত ও আঁধার পায়ে দলে
ছুটলে তুমি আকাশপানে ধেয়ে
ঠিকানাটা অচিন দেখার ছলে
উঠলে মেতে ধারের রোদে নেয়ে

মাঝ আকাশে উঠলে তুমি যেই
মেঘগুলো সব ধরলো তোমায় ঘিরে
হঠাৎ তারা-চাঁদের আলো নেই
জনম দিকে চাইলে না তাও ফিরে

মাটির দেশে পড়লে চিনতো মাটি
প্রেমের মন্ত্র দেশজুড়ে তার লেখা
চেনোনি তো আসল সোনা খাঁটি
পড়লে ধপাস হারিয়ে জীবন রেখা

পথ হারিয়ে অন্ধকারে গেলে
জোছনা জোনাক দেয় না আলো আর
নিখাদ ছেড়ে মন্দটারে খেলে
মৃত্যুদায়ে দণ্ড দেবে কার?
---------------------0 0---------------------

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ