পরিচয়

জাহাঙ্গীর আলম অপূর্ব ১২ ডিসেম্বর ২০২০, শনিবার, ০৫:০৬:৫৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমি জন্মেছি বাংলায়, বাংলায় কথা বলি

বাংলার মেঠো পথ দিয়ে হাজার বছর চলি
বাংলার আকাশ বাতাস প্রকৃতি শুধায় আমাকে
কোথা থেকে এলে তুমি
দেখেনি তো তোমায় কভু
ষড়যন্ত্রের জন্য এলে নাকি
নাকি হবে আমার দেশের প্রভু
না —— না —— না ——
তাহলে বল কোথা থেকে এলে তুমি
তবে তুমি শোনো
আমি তো এসেছি
নির্যাতিত নিপীড়িত আর অভাবগ্রস্ত মানব থেকে
এসেছি ক্ষুদিরাম,সূর্যসেন ও প্রীতিলতা থেকে
এসেছি রবীন্দ্রনাথ আর নজরুল থেকে
এসেছি বাঙালির লোকাচার আর লোকরীতি থেকে
এসেছি বাঙালির সাহিত্য আর সংস্কৃতি থেকে
এসেছি বাঙালির বায়ান্নর রাষ্ট্রভাষার লাল পথ থেকে
এসেছি বাঙালির জয় বাংলা ধ্বনি থেকে
এসেছি গণসূর্যের মঞ্চ কাঁপানো মুখরিত ভাষণে থেকে
এসেছি ত্রিশ লাখ শহিদের রক্তের বুদ্বুদ থেকে
আমি তো এসেছি
বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু শেখ মুজিব থেকে
আমি তো বাংলায় এসেছি
শুধু বাংলাকে আর বাঙালিকে ভালোবেসে।
রচনাকালঃ
২৩/০৮/২০১৯
১০৪৬জন ৮৭০জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ