কোথা থেকে এলে তুমি
দেখেনি তো তোমায় কভু
ষড়যন্ত্রের জন্য এলে নাকি
নাকি হবে আমার দেশের প্রভু
না —— না —— না ——
তাহলে বল কোথা থেকে এলে তুমি
তবে তুমি শোনো
আমি তো এসেছি
নির্যাতিত নিপীড়িত আর অভাবগ্রস্ত মানব থেকে
এসেছি ক্ষুদিরাম,সূর্যসেন ও প্রীতিলতা থেকে
এসেছি রবীন্দ্রনাথ আর নজরুল থেকে
এসেছি বাঙালির লোকাচার আর লোকরীতি থেকে
এসেছি বাঙালির সাহিত্য আর সংস্কৃতি থেকে
এসেছি বাঙালির বায়ান্নর রাষ্ট্রভাষার লাল পথ থেকে
এসেছি বাঙালির জয় বাংলা ধ্বনি থেকে
এসেছি গণসূর্যের মঞ্চ কাঁপানো মুখরিত ভাষণে থেকে
এসেছি ত্রিশ লাখ শহিদের রক্তের বুদ্বুদ থেকে
আমি তো এসেছি
বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু শেখ মুজিব থেকে
আমি তো বাংলায় এসেছি
শুধু বাংলাকে আর বাঙালিকে ভালোবেসে।
রচনাকালঃ
২৩/০৮/২০১৯
৮টি মন্তব্য
তৌহিদ
বাঙ্গালি জাতির সমৃদ্ধ ইতিহাস বলে দেয় জাতি হিসেবে আমরা কতটা গর্বিত হতে পারি। আমরা ভাগ্যবান।
ভালো থাকুন আপনিও।
জাহাঙ্গীর আলম অপূর্ব
বাঙালির ইতিহাস অনন্য
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
সুপর্ণা ফাল্গুনী
এসেছি ক্ষুদিরাম,সূর্যসেন ও প্রীতিলতা এই লাইনে ‘থেকে’ টা মনে হয় বাদ গেছে ভাইয়া? পরিচয় নিয়ে এতো সুন্দর কবিতা হতে পারে জানা ছিলো না।
অসাধারণ হয়েছে ভাইয়া। বাংলায় জন্মি, বাংলায় বাঁচি, বাংলায় যেন মরি। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
একটু মিছ হয়েছে লেখা টা
ভুল ধরে দেবার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় পাঠক
শুভকামনা রইল সদা
রোকসানা খন্দকার রুকু
আমি তো এসেছি
নির্যাতিত নিপীড়িত আর অভাবগ্রস্ত মানব থেকে
এসেছি ক্ষুদিরাম,সূর্যসেন ও প্রীতিলতা
এসেছি রবীন্দ্রনাথ আর নজরুল থেকে
এসেছি বাঙালির লোকাচার আর লোকরীতি থেকে
এসেছি বাঙালির সাহিত্য আর সংস্কৃতি থেকে
এসেছি বাঙালির বায়ান্নর রাষ্ট্রভাষার লাল পথ থেকে
এসেছি বাঙালির জয় বাংলা ধ্বনি থেকে
এসেছি গণসূর্যের মঞ্চ কাঁপানো মুখরিত ভাষণে থেকে
এসেছি ত্রিশ লাখ শহিদের রক্তের বুদ্বুদ থেকে”
বাহ্ দারুন কিছু কথা। আমাদের ইতিহাস বলে আমরা গর্বিত।
শুভ কামনা রইলো ভাইয়া।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি আমি বাঙালি হিসেবে গর্বিত
শুভকামনা রইল প্রিয় পাঠক
আরজু মুক্তা
আমি নিজেকে গর্বিত ভাবি। এ দেশের একজন হয়ে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
বাঙালি গর্বিত জাতি
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক