পরিচয়

হালিমা আক্তার ১৯ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ১২:৪৭:০১পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

জন্মের সময় আসো নামহীন
পরিচয় তোমার একটাই–
নবাগত শিশু বলে ডাকে সবাই,
মাঝে বয়ে যায় কতটা সময়
চলে নাম, ডাক, বর্ণ, গোত্রের লড়াই।
মরে গেলে আবার,
নেমে আসো এক কাতারে
“লাশ ” নামে পরিচয়
বহন করো সকলে
ধর্ম, বর্ণ, গোত্র সব হয় মিছে।

২৭৯জন ২০১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ