পরানের গভীরে

জাহাঙ্গীর আলম অপূর্ব ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৮:৫৮:৪৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

ওগো প্রেয়সী তোমার জন্য

আমার পরানের গহীনে লুক্কায়িত আছে
কত রং বিরংয়ের ছবি
কখনো তোমার জন্য আমার মনে ভিতরে
নীলাচলের জলপ্রপাত সৃষ্টি করি
নতুবা স্বপ্ন দিয়ে জীবনকে ঘিরে রাখি।
ওগো প্রেয়সী,
তোমার তো প্রিয় রং সবুজ
তাই আমি তোমার জন্য আমার পরানের গভীরে
বাংলার প্রকৃতি ধারণ করেছি
তোমায় খুশি শ্যামল প্রকৃতি উপহার দেব বলে।
ওগো প্রেয়সী,
তোমার জন্য আমার পরানের গভীরে
ষড়ঋতু রাণীর সেই কাশফুল গুলো
আজও বুকে ধারণ করে রেখেছি
যা ছিলো তোমার অত্যন্ত প্রিয়।
ওগো প্রেয়সী,
তোমার জন্য আমার পরানের গভীরে
দীর্ঘদিন ধরে লালন করে রেখেছি
আমার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ
অজস্র ভালোবাসা,
ভালোবাসা।
রচনাকালঃ
২৪/১২/২০২০
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ