
ভালোই হলো শেষ সুতোটুকু ও ছিড়ে গেলো,
কষ্ট কেন আষ্টেপৃষ্টে পেঁচিয়ে ধরছে?
যা আমরা চেয়েছি তা-ই তো হলো।
ভেবেছিলাম তুমি রুঢ় হলে আমি জয়ী হবো,
জয়ী আমি হতে পারিনি ধ্রুব!
আমি হেরে গেছি ধ্রুব!
আমি হেরে গেছি।
আমি কাঁদছি,
অথচ আমি তোমার বিদায়ী ক্ষনে,
উল্লাসে মেতে উঠতে চেয়েছি মনে মনে!
অট্টহাসিতে ফেটে পড়তে চেয়েছি,
আমি তা-ও পারিনি।
আমি হেরে গেছি,
আমি কাঁদছি।
দপ করে নিভে গেছি তেল ফুরনো কুপির মতো!
হিসেবের বাটখারায় ভালোবাসা পেঁজো তুলা হয়তো!
ন্যায়ের কষ্টিতে সময় ভারী পাল্লায়….
আমি হেরে গেছি ধ্রুব! কে কে দেখবি আয়,
আমি হেরে গেছি আমার দম্ভের কাছে,
আমার প্রত্যয়ের কাছে, সময়ের কাছে,
ধ্রুব তোমার কাছে, ভালোবাসার কাছে,
আমি হার মেনে নিয়েছি,
এবার এসো ধ্রুব!
দেরি করোনা
এসো তবে,
আমি কিছুক্ষণ একা থাকবো।
২৯টি মন্তব্য
ফয়জুল মহী
পাঞ্জল শব্দের গাঁথুনি। লেখা পড়ে বিমোহিত হলাম।
খাদিজাতুল কুবরা
আপনাকে আন্তরিক ধন্যবাদ সবসময় আমার কবিতা পড়ে মন্তব্য এবং প্রশংসা করার জন্যে।
আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
ভালো থাকুন অনেক শুভেচ্ছা।
নিতাই বাবু
সত্যি আমি হেরে গিয়েছি এই ত্রিভুবনে। আমি শুধু কাঁদছি। কেঁদেই যাচ্ছি। সত্যি আমি হেরে গিয়েছি আপনার কবিতার কাছে। জয় হোক আপনারই।
ভালো থাকবেন শ্রদ্ধেয় দিদি।
খাদিজাতুল কুবরা
দাদা সুন্দর প্রশংসা মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকবেন শুভকামনা নিরন্তর।
প্রদীপ চক্রবর্তী
পরাজয়ের কাছপ হারতে নেই।
উঠে দাঁড়াতে হয়।
বেশ ভালো লাগলো কাব্যকথন।
খাদিজাতুল কুবরা
আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
ভালো থাকুন দাদা।
কিছু হেরে যাওয়া সত্যিকার অর্থে জেতার জন্য।
তাই কষ্ট হলেও কখনও কখনও হারতে হয়।
আলমগীর সরকার লিটন
দপ করে নিভে গেছি তেল ফুরনো কুপির মতো!
——চমৎকার কবি কুবরা আপু
খাদিজাতুল কুবরা
দাদা সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার শেষের কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল। সত্যিই আমরা হেরে তাই নিয়তির কাছে, সময়ের কাছে, দম্ভের কাছে, ভালোবাসার কাছে। সে-ই হারে সব শেষ হয়ে যায়, জীবনটা মনে হয় তুচ্ছ। তবুও বেঁচে থাকার তাগিদে লড়াই করতে হয়, ভালো থাকতে হয় । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
দিদি একদম সঠিক বিশ্লেষণ করেছেন।
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হেরে যাওয়ার, পরাজয়ের করুণ আবেগের দারুণ প্রকাশ — “আমি কিছুক্ষণ একা থাকবো”। আসলে আমরা সবাই যেন একা ।
শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
আসলেই দিন শেষেে সবাই একা।
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
ভালোবাসার কাছে ই আমাদের নিয়ত পরাজয়।
খাদিজাতুল কুবরা
একদম তাই।
আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
সুপায়ন বড়ুয়া
বিরহ যাতনায় কাতর কোন সংলাপ নয় তো ?
নাকি মিলনের পুর্বাভাস ?
ভাল লাগলো। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা সাথেই থাকুন পরবর্তী লেখাগুলোতে জানবেন।
আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
ভালো থাকুন শুভকামনা রইল।
রোকসানা খন্দকার রুকু।
আমি হেরে গেছি আমার দম্ভের কাছে,
আমার প্রত্যয়ের কাছে, সময়ের কাছে,
ধ্রুব তোমার কাছে, ভালোবাসার কাছে।।।।।
হেরে যাওয়াটাই ভালোবাসা ।॥।।।॥
খাদিজাতুল কুবরা
ভালোবাসলে হারতে হবে, হয়তো তাই।
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন প্রিয়।
মোঃ মজিবর রহমান
জিবন খাতায় কে যে জেতে তাই উপলদ্ধি করিতে পারা কঠিন কিন্তু হ্বেরেও জিতা যায়!
এখন একা ধেকে বিঝে নিন। ভাল লাগবে হইত। কাব্য খুব ভাল লাগল। উপভোগ করলাম।
ভাল থাকুন।
খাদিজাতুল কুবরা
ভাইয়া খুব সুন্দর বললেন ,
হারজিত আসলে আপেক্ষিক।
আত্মসম্মানের চেয়ে বড়ো কিছু নেই।
তাই হারের মাঝেও জিত থাকে।
আপনার ভালো লেগেছে এটাই কলমের অনুপ্রেরণা।
ভালো থাকুন শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
প্রতিনিয়ত ভাবি জয় হবে আমারই
অথচ এই অহম বোধ, দম্ভ হয় ভেঙ্গে হয় চূর্ণ বিচূর্ণ
ভালোবাসার কাছে আমরা সবাই অসহায়, খুব অসহায়
ভুল যখন ভেঙে গেছে তখন চাই ধ্রুব ফিরে আসুক তার ভালোবাসার পসরা সাজিয়ে
খাদিজাতুল কুবরা
ধ্রুব ফিরে আসলে সেরাম একখানা কবিতা লিখবো আপু।
হা হা হা।
একেক কবিতায় একেক নাম,
সবাই ফিরে আসলে আমি কই পালাবো।
মজা করলাম আপু দৃষ্টতা নেবেন না।
আমি নতুন জয়েন করেছি।
প্রথমবার আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
ভালো থাকুন শুভকামনা রইল।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার বিপরীতে হেরে যাওয়াতেই সুখ থাকে। ভালোবাসার লড়াইয়ে খুব চাই, সে যেন আমায় পরাজিত করে তার অদম্য ভালোবাসায়। এ পরাজয়ের মাঝে অপার্থিব আনন্দ থাকে। সব জয়ে জয়ী হওয়া যায় না, কিছু জয়ের মাসুল দিতে হয় চুড়ান্ত পরাজয়ে।
আপনার লেখা হৃদয় নিংড়ানো, এক ফোঁটা ফাঁকি থাকে না। আরও অনেক অনেক লিখুন। ভালো থাকুন।
শুভ কামনা ❤❤
খাদিজাতুল কুবরা
এতো সুন্দর মন্তব্য শুধুই উৎসাহ উদ্দীপনায় উদ্ধীপ্ত করে।
আপু আমি নিশ্চয়ই চেষ্টা করবো ভালো কিছু লিখতে।
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
দালান জাহান
ভালোবাসার কাছে সবাই হেরে যায় কবি চমৎকার লিখেছেন
“তাকে ভালোবাসিনি
সে কথা যেন কেউ না জানে
সে জানলে পরে জেনে যাবো আমি
ভালো না বাসার মানে”..
খাদিজাতুল কুবরা
বাঃ
দারুণ কবিতা বেঁধেছেন।
মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
প্রথমবার আপনার মন্তব্য পেয়ে খুব আনন্দিত আমি।
আমি নতুন জয়েন করেছি।
আশা করছি আমরা একে অন্যকে উৎসাহিত করতে পারবো।
ভালো থাকবেন শুভকামনা রইল।
আরজু মুক্তা
হেরে যেতে নাহি রাজি।
আমি তো ওখানেই রাস্তা খুঁজে নিবো।
জবিতা ভালো লেগেছে
খাদিজাতুল কুবরা
আমি চাই আপনি জীবনে সবকিছু খুঁজে পান যা কিছু প্রয়োজন।
আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আপু।
আরজু মুক্তা
কবিতা