পরাজয়

খাদিজাতুল কুবরা ১৫ জুলাই ২০২০, বুধবার, ০১:০৩:৩৬পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

 

ভালোই  হলো শেষ সুতোটুকু ও ছিড়ে গেলো,
কষ্ট কেন আষ্টেপৃষ্টে পেঁচিয়ে ধরছে?
যা আমরা চেয়েছি তা-ই তো হলো।
ভেবেছিলাম তুমি রুঢ় হলে আমি জয়ী হবো,
জয়ী আমি হতে পারিনি ধ্রুব!
আমি হেরে গেছি ধ্রুব!
আমি হেরে গেছি।
আমি কাঁদছি,
অথচ আমি তোমার বিদায়ী ক্ষনে,
উল্লাসে মেতে উঠতে  চেয়েছি মনে মনে!
অট্টহাসিতে ফেটে পড়তে চেয়েছি,
আমি তা-ও পারিনি।
আমি হেরে গেছি,
আমি কাঁদছি।
দপ করে নিভে গেছি তেল ফুরনো কুপির মতো!
হিসেবের বাটখারায় ভালোবাসা পেঁজো তুলা হয়তো!
ন্যায়ের কষ্টিতে সময় ভারী পাল্লায়....
আমি হেরে গেছি ধ্রুব! কে কে দেখবি আয়,
আমি হেরে গেছি আমার দম্ভের কাছে,
আমার প্রত্যয়ের কাছে, সময়ের কাছে,
ধ্রুব তোমার কাছে, ভালোবাসার কাছে,
আমি হার মেনে নিয়েছি,
এবার এসো ধ্রুব!
দেরি করোনা
এসো তবে,
আমি কিছুক্ষণ একা থাকবো।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ