পরচর্চা

জাহাঙ্গীর আলম অপূর্ব ২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ০৯:৪৮:৩৭পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
  1. নিন্দা করা নিন্দুকের কাজ
    এমন করেই চলে ধরা,
    নিন্দুকের ওই নিন্দার ফলে
    শুদ্ধ হয় ভাই জীবন তরা।
  2. খুটিনাটি ভুল করলে ভাই
    নিন্দুকের ওই চোখে পড়ে,
    শুদ্ধিকরণ পুরো জীবন
    থাকবে জনম জনম ভরে।
  3. বিনা মূল্যে ময়লা ধুয়ে
    নিন্দুক করে পবিত্র ভাই
    তাহার মতো আপন স্বজন
    পৃথিবীতে কারো তো নাই।
  4. নিন্দা করবে নিন্দুক ভাই
    এটাই রীতি জগৎ মাঝে,
    তোমার আমার নিন্দা করা
    তাই বলো কি কভু সাজে।
  5. নিন্দুক হলো ধরার বুকে
    সবার খুবই ভালো মিত্র,
    করলে ভুল ভাই সাথে সাথে
    তুলে ধরে কাজের চিত্র।
  6. রচনাকালঃ
    ১৫/০৭/২০২১
    ৪+৪/৪+৪
৩০২জন ২১৭জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ