পরগাছা

নাজমুল হুদা ১৪ অক্টোবর ২০২০, বুধবার, ১০:০৯:০১পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
বলেছিলো- প্রেম তো পরগাছার মতো।
.
তাঁর উপত্যকায় বীজ বুনতাম
অথচ সে সম্ভাবনায় আস্থা রাখে না
বিশ্বাস করে শুধু পুরোনো দিনের ক্ষত।
.
সৃষ্টিপ্রদত্ত সৌন্দর্যের ঘাটতি নিয়ে
চেয়েছি মানুষের মানুষ আগলে রাখা
দুরবর্তী কপালে নোনা চুমুর দৃশ্যপটে
কেউ একজন বুঝিয়ে গেছে--
মুখের ভাষায় কারোর শিকড় গজায় না।
.
তারপর একদিন
ঝরাপাতার ঘুর্ণিপাকে ভারী একটা ব্যথা
পুরোনো গর্তের মতো জেগে থাকে বুকে
বোবা গাছ দাঁড়িয়ে থাকে; বঞ্চনা মেখে।
.
বিশ্বাস করি
অপূর্ণতায় তরজমা করে আমিও বলি-
প্রেম যখন মনোপলি মার্কেটে রূপ নেয়
সে হয় পরগাছা, না'হয় বাড়তে দেয় না।
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ