- পদ্মা নদীর পাড়ি, হাঁস সারি সারি,
- করছে ওরা স্নান,
- পদ্মার কালো জল, করছে যে টলমল,
- হয়নি তো ম্লান ।
- নদীর তীরে সব, বিহগের কলরব
- মনোরম দৃশ্য,
- চলন্ত পথযাত্রী, গভীর হল রাত্রি
- গ্রীষ্মের স্বচ্ছ দৃৃশ্য ।
- পূর্ব দিগন্তের শেষে, নানান রঙের বেশে
- শিশুরা করে খেলা,
- শাপলা শালুক তুলে, বাহারি রকমের ফুলে
- বিকেলে প্রজাপতি মেলা।
- রচনাকালঃ
২৭/০৪/২০২১
৩৯৫জন
৩৫২জন
৪টি মন্তব্য
হালিমা আক্তার
পদ্মার কালো জল দেখিনি, দেখেছি পদ্মার ঘোলা জলে অশান্ত ঢেউয়ের বাড়াবাড়ি। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
আরজু মুক্তা
ভালো লাগলো কবিতা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।