প্রশ্ন করলে উত্তর নেই- নীরব চাহুনি-
কাকে দায় করবে- নিজেই দায়- কারণ
কিছু করতে পারছি না কোন শিকলে
বাঁধা, কিসের ভয়ে মারা! এতটুকু বিবেক
বুঝতেছে না- প্রতিবাদের ভাষা আজ-
মৃত্যু নিদ্রা প্রায়; জেগে উঠে না- কখন
জাগ্রত হবে- প্রতিবাদি কণ্ঠস্বর শ্লোগান
দিবে- মিছিলে- মিছিলে রাস্তা অবরোধ করবে;
আজও জানা নেই শুধু চলছে খুন, ধর্ষণ
সমস্ত অপকর্মের লালসা মাত্র- জেগে
উঠো প্রতিবাদে গর্জে উঠো পথ সৈনিক।
১১ আশ্বিন ১৪২৬, ২৬ সেপ্টেম্বর ২০
—————————————-
১৬টি মন্তব্য
পপি তালুকদার
আমাদের বিবেক আজ মৃত্যু! প্রতিবাদের ভাষা তাই নির্জীব! পথ সৈনিকদের শক্তিধর হতে হবে।সোচ্চারের ভাষা হতে হবে জোরালো।সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি পপি আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধনবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
রেজওয়ানা কবির
খুব সুন্দরভাবে তুলে ধরেছেন মানুষের মানসিকতা, বিবেক কে।তবে ভাইয়া বানানের দিকে একটু সতর্ক হলে আরও ভালো হত।চাহুনি,মৃত্যু,কন্ঠস্বর। শুভকামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কবির আপু সংশোধন করেছি
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধনবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
বিবেক, মানবতা মরে গেছে । খোলসটা নিয়ে সবাই বেঁচে আছি। প্রতিবাদের ভাষা আসবে কিভাবে যেখানে বিষে ভরা অন্তর? ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধনবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
ফয়জুল মহী
অতুলীয় ভাবনায় নান্দনিক লেখনী,
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধনবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
মোঃ মজিবর রহমান
কি বলব মরতে দ্বিধা নাই, কিন্তু আমার মত দুই একটি লাশ শহরে বা রাস্তায় পড়ে থাকলে কি বা এমন হবে!!! কারো উপলদ্ধি! না। কারণ রাস্তায় অসহায় পড়ে আছে। রাস্তায় কম বেশি প্রতিবাদ হচ্ছে, আইনের লোক ও সরকার মিলে পিটাচ্চছে। আবার প্রয়োজনে সরকারের পেটোয়া বাহীনি যোগান হচ্ছে। আজ নুরের নামে ধর্ষনের মামলা হতে না হতেই গ্রেপ্তার। আবার সিলেট এম সি কলেজে তার চেয়েও গুরুতর অপরাধ। মুখে ছাড় দেওয়া হবেনা। ঐ মাদার চোদের বাচ্চার বিচার কে করবে।
পাপুলের মত লোক টাকা দিয়া এম পি হয় সেখানে কি চাওয়ার আছে?
মাদ্রাসা অধ্যক্ষের বিচার হলো রায় কার্যকর হচ্ছেনা। হইত বলবে আদালতের বিষয়। তাই চুপ। এগুলো লিখতে গেলে ওমনিতেই হত্যা করবে। বা ক্রশ ফায়ারে ফেলবে বলবে মাদক, বা ভিভিন্ন মামলার আসামি।
আর না শেষ।
আলমগীর সরকার লিটন
দাদা বিশাল মন্তব্য কি বা করার আছে- চেয়ে চেয়ে দেখি নয় মরি
অশেষ ধন্যবাদ প্রিয় মজিবর দা
ভাল ও সুস্থ থাকবেন————–
আরজু মুক্তা
নতুন করে গর্জে উঠি। বিবেককে জাগ্রত করি
আলমগীর সরকার লিটন
চলেন গর্জে উঠি অশেষ ধন্যবাদ প্রিয় মজিবর দা
ভাল ও সুস্থ থাকবেন————–
খাদিজাতুল কুবরা
সত্যি আজ সময় এসেছে গর্জে উঠার। আর কতো?
অনাচার অত্যাচার।বেড়েই চলেছে।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি কুবরা আপু অশেষ ধন্যবাদ প্রিয় মজিবর দা
ভাল ও সুস্থ থাকবেন————–
তৌহিদ
আমাদের বিবেক মরে গিয়েছে। লোভ লালসা নিয়েই জীবন যাপনে অভ্যস্ত আমরা। ভালো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি তৌহিদ দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–