পথে প্রান্তরে_ এডিটেড

আনন্দধারা বহিছে ভুবনে ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৮:৫৫:৪৭অপরাহ্ন ছবিব্লগ, রম্য ৫৫ মন্তব্য

Tahmeed007_1372447114_1-chumachumi_school
আমার স্কুল জীবনটা এখানেই শুরু।ক্লাস ফাইভ পর্যন্ত এখানেই পড়াশুনা করেছি।কেউ আবার জিজ্ঞেস
করবেন না এখানে কি বইয়ের পড়ার বাইরে অন্য কিছু শিক্ষা দেয়া হত কিনা। এই বিদ্যালয়ে রোজ
ছুটির ঘণ্টার পুর্বে আর একটি ঘণ্টা বাজানো হত।ঐ ঘণ্টা বাজার সাথে সাথে আমরা দাঁড়িয়ে টিচার সহ
গান গাইতাম 'চুম্মা চুম্মা দেরেএএএএ............ অমিতাভের এই গানের ভিডিও প্রতি সপ্তাহে একবার
দেখানো হতো মাল্টিমিডিডিয়ায়।

11813255_1608991449377244_2170437836794543348_n
শিক্ষা জীবনের পরেই একটি এনজিওতে জব পেয়ে যাই ঝিনাইদহ জেলায়।কর্ম ক্ষেত্রে গিয়ে তো অবাক।
সবার ইয়া বড় বড় নখ।কেউ নখ কাটে না।দিনের অধিকাংশ সময় নিজেদের মাথা,গাল,ঘাড়,হাত পা
চুলকায় সবাই।ধুমপায়ী ছিলনা কোন। কারন ধূমপান করার মত সময় তাঁদের ছিলনা।ঘুষ এর প্রচলনও
ছিলনা কোন। এর পরিবর্তে এক-দুই-তিন বা ততোধিক দিন চুলকিয়ে দিতো ঘুষ প্রাপ্য ব্যক্তিকে।
আমাকেও অনেক দিন চুলকিয়ে দিয়েছে কয়েকজন। এর মাঝে নারী ছিলো তিন জন  :p

12067368_718334328271648_1781029710_n

বিয়ের প্রথম মাসেই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন কথোপকথন হতো।স্বপ্নের কথা বলে কয়েকবার
আমাকে নিঃস্ব করে দিয়েছিলো আমার স্ত্রী।কলিগদের কাছ হতে ধার করে তার আবদার মিটাতে হতো।
এরপর আমিও বুদ্ধিমান হই 🙂

10421344_370786396456246_4183217398347010330_n [640x480]
আমাদের মাঝে ভালোবাসা ছিলোনা তেমন।তবে আমাদের বাসাটা ভালো ছিলো।ধীরে ধীরে আমরা
উভয়ের কাছে ভালোবাসাহীন এক অভ্যাসে পরিণত হচ্ছিলাম।দিন যত যায় বাসার জৌলুস বৃদ্ধি পায়
ভালোবাসা কমতে থাকে।

11986319_1498075907173349_296149105373154225_n
হঠাৎ করে সে ফেইসবুক এডিকটেড হয়ে পড়ে।রাত জেগে সে নাকি ফেইসবুকে গুরুত্বপূর্ণ দেশের কাজ
করে।আমি একা একা ঘুমাতাম আর সে রাত জেগে ফেইসবুক।ভোরের আলো দেখা গেলে সে এসে আমার
পাশে ঘুমাতো। আমার আদরের কন্যা  (3  ভোরে উঠে আমার জন্য নাস্তা বানাতো।

11825963_758854494226047_3355275809604723541_n [640x480]
এই দোকানের নুডুস আমার স্ত্রীর খুবই পছন্দের ছিল। প্রতি সপ্তাহে একবার সে এই নুডুস কেতই
কেত।প্রতিবার পাশের টেবিলে একজন সুদর্শন যুবকও নুডুস খেত।সে বয়েসে আমার স্ত্রীর ছোট ছিল।
প্রতি সপ্তাহে ঐ যুবক কেন আসতো আমি জানিনা।আমি দিন পাল্টিয়ে দেখেছি, ঐ যুবক ঠিকই
আসতো।এমনি এমনি মিলে যেতো হয়ত। তবে আমার ভালো লাগতো না।

11953239_893208570771574_8347067973148856912_n
হঠাৎই একদিন আমাকে আমার স্ত্রী বলে বসে,আমাদের আরো টাকা দরকার।তুমি বিদেশ গেলেও পারো।
অনেকদিন আগে দেখা সিএনজির এই লেখাটা আমার মনে পড়লো।আমার মন দুর্বল।আমার ভালোবাসার
তীব্রতা কম,তাই আমি বিদেশ যাবার সিদ্ধান্ত নেই নি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

##
নেটে বিচরণ করতে করতে বিভিন্ন সময়ে মজার কিছু চোখে পড়ে।আমি একা মজা বা আনন্দ কেন নেব?
সোনেলায় আছে আমার অতি প্রিয় কিছু মানুষ।তাদের সাথে আমার আনন্দ ভাগ করে না নিলে আমার
আনন্দ যে পূর্ণতা পাবে না।

0 Shares

৫৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ