পথশিশুদের নিয়ে জমজমাট ব্যবসা জমে উঠেছে

সনেট ২০ জুলাই ২০১৪, রবিবার, ০৩:৫৫:৫৪অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

⇨ ভাইয়া আমরা একটা ইভেন্ট খুলছি যেখানে সারাদেশ থেকে টাকা নিয়ে এই ঈদে পথশিশুদের নতুন কাপড় দিব।। বেচারাদের নিরাশ করবেন না প্লিজ।। আপনার এই কয়েকটা টাকা একজনের মুখে হাসি ফোটাতে পারে।। তাই অনুরোধ করব ইভেন্টে জয়েন করে কিছু টাকা আমাদের পাঠাবেন।।
আমাদের বিকাশ নাম্বার ০১*********

⇨ বাহ খুব ভালো উদ্যোগ তো।। কিন্তু দুঃখিত আমি আপনাদের কোন সাহায্য করতে পারছিনা।।

⇨ কেন ভাইয়া আপনি কি গরিব?? কত টাকায় না এদিক ওদিক খরচ হয়ে যায় কিছু টাকা এই অসহায়দের জন্য খরচ করলে আল্লাহ্‌ও খুশি হবে।।

⇨ আচ্ছা একটা কথা বলুন তো, আমি কি আপনাকে চিনি??

⇨ না। কিন্তু কেন??

⇨ তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করি??

⇨ ভাই এসব ব্যপারে একটু বিশ্বাস করতে হয়।।

⇨ হাসালেন ভাই। বছরের পর বছর একসাথে থেকে কাউকে বিশ্বাস করা যায় না আর আপনি বলছেন এক অপরিচিতকে বিশ্বাস করতে।।
আচ্ছা আপনি যে সত্যিই আমার টাকা গরীব কাউকে দেবেন এমন কি গ্যারান্টি আছে??
আপনি এই টাকা দিয়ে বন্ধু নিয়ে ইয়াবাও তো খেতে পারেন!!!!

আর দান করা?? তার জন্য কি আমার এলাকায় গরীব মানুষের অভাব পরেছে যে আপনার এলাকার গরীবদের দিতে হবে??

অতঃপর ব্লক....

✘ এটা দুইবছর আগের কনভার্সেশন। এর শুরু তখন হলেও আজও চলে যাচ্ছে।। ঈদকে নিয়ে চরম ব্যবসা চলছে এভাবে।। আর অনেকেই এদের টাকা দিয়ে নিজের গাধাত্ব দেখাচ্ছে।। আমি তাদের এতটুকুই বলব, আপনি কিভাবে এদের বিশ্বাস করতে পারেন?? আপনি এদের চেনেন?? তাহলে কিসের ভরসায় টাকা পাঠাচ্ছেন?? পূন্যের লোভে?? সমাজের সেবা করার জন্য?? এসবের জন্য অন্যদের টাকা দিতে হয় না। আপনার নিজেদের এলাকায় দেখুন অনেক গরীব পেয়ে যাবেন। বন্ধুরা মিলে টাকা তুলে তাদের সাহায্য করুন।। এসব ভুয়া ছেলেপেলেরা আপনার টাকা দিয়ে মাল খেয়ে হ্যাংগ আউট করবে।। গরীবেরা টাকা তো পাবেই না আপনার টাকাটাও পানিতে যাবে।। তাই এসব রিস্ক থেকে দুরে থাকাই বুদ্ধিমানের কাজ।। আসুন সবাই নিজের এলাকার গরীবদের পাশে দাড়াই.....

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ