পথপানে চেয়ে আছি।

মোঃ মজিবর রহমান ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১০:২৬:৪৯পূর্বাহ্ন অন্যান্য ১৬ মন্তব্য

কোথায় হারালে হিরামানিক সোনেলার সোনামনিগণ?
কোথায় গেলে খুজে পাব সোনেলায় সোনাভাইগণ?
তোমাদের পানে চেয়ে/অপেক্ষায় আছি সোনেলা পাতায়
ফুটিবে ফুল, গাইবে পাখি গলা ছাড়িয়া রহ রহ পাশে সাথে।

কি এতো অভিমান কি এতো চাওয়া
কি বা এতো অরন্যে হন্যে থাকি?
খুব কি আশা না নিরাশা এখানে
কি বা চাওয়া কি নাই হেতায়?

সব পাখি গাই গান
সব কলম লেখে যায়
তব কেন বস রও
দেখিয়াও না দেখা ভানা।

কোথায় হারালে হিরামানিক সোনেলার সোনামনিগণ?
কোথায় গেলে খুজে পাব সোনেলায় সোনাভাইগণ। ?
সোনেলার উপর অভিমান!
দেশের উপর অভিমান!

৪১৯জন ২৭৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ