পূর্ণিমায় দুলে ওঠা চাঁদে আজ আলোর ঝলক,
ফুল-পাখিদের কণ্ঠে কণ্ঠে প্রেয়সী সানাই।
দূরের জঙ্গলে হায়েনার উল্লাস,
লালসায় কাতর সবুজ ব-দ্বীপ।
এমন চাঁদ উঠেছে বহুবার আমাদের আকাশে
হায়েনার শ্যেন দৃষ্টি পাঠিয়েছে যা সুদূর নির্বাসনে।
গতকাল যার আলোয় ফুল ফুটেছিলো আমাদের গাঁয়
তারও বসবাস আজ তারার দেশে।
তাই আজ শিউরে উঠছে সভ্যতার তাবৎ শরীর,
আকাশে বাতাসে মৃত্যুর সনদ।
পূর্ণিমার সর্বাঙ্গে তবে কিসের খবর?
নতুন কোন রেনেসাঁর?নাকি আবার কোন নক্ষত্রপতন?আমাদের আগুনের থাবায় তারা হবে আরও কত চাঁদ!
আমাদের লালসায় ভেসে যাবে আরও কত বর্ণিল সময়!
**———————————————**
১৯টি মন্তব্য
আরজু মুক্তা
নৈতিকতা আর মানবিকতার মন্দায় সবই লাশ।ভালোবাসা একপেশে। লালসালুর মজিদেরও জিভ লকলক করে।
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
ফয়জুল মহী
এমন চাঁদ উঠেছে বহুবার আমাদের আকাশে
হায়েনার শ্যেন দৃষ্টি পাঠিয়েছে যা সুদূর নির্বাসনে।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপায়ন বড়ুয়া
“পূর্ণিমার সর্বাঙ্গে তবে কিসের খবর?
নতুন কোন রেনেসাঁর?নাকি আবার কোন নক্ষত্রপতন?আমাদের আগুনের থাবায় তারা হবে আরও কত চাঁদ!
আমাদের লালসায় ভেসে যাবে আরও কত বর্ণিল সময়!”
নীতি আর নৈতিকতার অধ:পতন গুলো সুন্দর কাব্যিক ভাষায় তুলে এনেছেন। শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা এত মনোযোগ দিয়ে পড়ার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
নৈতিকতা, মানবতা হয়েছে সমাধিস্থ। লালসার শিকার হয়ে কত সময়, জীবন হচ্ছে লাশ। চমৎকার কবিতা পড়লাম। শুভ কামনা রইলো
হালিম নজরুল
ধন্যবাদ দিদি।
ছাইরাছ হেলাল
ছড়াকার-কবি এবার বিদ্রোহের তুষের আগুন পোহাচ্ছে।
পতন নক্ষত্রের আশায়।
হালিম নজরুল
আনলিমিটেড ভালবাসা
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছুঁয়া কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
রেজওয়ানা কবির
তাই আজ শিউরে উঠছে সভ্যতার তাবৎ শরীর,
আকাশে বাতাসে মৃত্যুর সনদ।
ভালো থাকবেন, শুভকামনা।
হালিম নজরুল
ধন্যবাদ আপু গুরুত্বের সাথে পাঠ করার জন্য।
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর কবিতা।
ধন্যবাদ কবি।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় ভাই আমার।
তৌহিদ
পূর্ণিমার আলো ভালো লাগলেও সবসময় তা অর্থবহ নাও হতে পারে। আসলে আমরা কে কিভাবে নিচ্ছি সেটাই আসল কথা।
ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
উর্বশী
সময়পোযোগী দারুন লেখা।
নৈতিকতা, মানবতা ,বিবেক,বোধ সব তো আড়ালে থাকে,তাইতো আকাশে,বাতাসে মৃত্যুর সব সনদ।
ভাল থাকুন ,শুভ কামনা রইল।