তুমি আমার নয়নের আলো।
দূর করেছ জীবনের সব আঁধার কালো।
তুমি আমার কাম ক্রোধ স্নেহ মমতা ভালবাসা।
অর্জন করেছ আমার জীবনের সমস্ত আস্থা আর ভরসা।
তুমি আমার জীবনের প্রেমমময় শান্তি-প্রশান্তি।
তোমার কারণে দূর হয়েছে সব দুর্গতি অশান্তি।
তুমি আমার জীবনের উৎসব আনন্দ উচ্ছ্বাস।
তুমিই আমার জীবনে এনেছ স্বস্তি আর বিশ্বাস।
তুমি আমার চপলা চঞ্চল হরিণী।
তুমি বিহনে কাটে আমার বিনিদ্র রজনী।
তুমি আমার জীর্ণশীর্ণ কুটিরের রাণী।
তোমার ভালবাসার আনন্দধারায় কলরিত ধরণী।
তুমি আমার জীবনের আলোর বন্যা।
তোমার কারণে জীবন হয়েছে বর্ণীল অনন্যা।
তুমি আমার ভালবাসার নীল আকাশ।
তোমার কারণে হয়েছে সব মন্দের বিনাশ।
তুমি আমার প্রেমের জয়গান আনন্দের ফল্গুধারা।
তোমাতে বিলীন হয়ে হয়েছি আমি আত্ম-হারা।

৩৩২জন ২২৭জন
12 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ