
তোমাকেই ভালো লাগে এ দোষে দোষী আমি।
ভালোবাসি কিনা জানিনা, এটুকু বুঝি আর কারোতে মন লাগেনা।
কি শাস্তি দেবে ফাঁসি না যাবজ্জীবন?
প্রকাশিতে না পারি,না গোপন সোপান বহন করিতে পারি।
আজ আমি আপন লজ্জায় মরি,
তুমি যে আমার পথ পদর্শক গুরু, তোমায় শ্রদ্ধায় স্মরি,
ভালোবাসিতে কি পারি?
কুইনাইন নিয়ে জ্বর সারালাম এবার কুইনাইন সারাবে কে?
তিতকুটে স্বাদে চিবুচ্ছি দুই গালে,
সত্যি গুরু পারছিনা,বিষম খেয়ে মরছি ঝাঁঝের কলে!
বেরহম সময়ের প্রেমের আরেক নাম যম!
আমি জানি গুরু আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নাম এখন “নো ম্যানস ল্যান্ড”।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু ভাল থাকবেন———-
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ লিটন দা।
মোঃ মজিবর রহমান
থাক অন্তর জুড়ে তার অনুভুতি
জেগে থাক না ভোলায় জাগুতি।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ মজিবর ভাইয়া পড়ার জন্য এবং মন্তব্যের জন্য
মনির হোসেন মমি
নো ম্যানস ল্যান্ড
মুগ্ধ।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ মমি ভাইয়া পড়ে মন্তব্য করার জন্য
হালিমা আক্তার
মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ প্রিয় হালিমা আপু।
ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
পারোও কবিতার গুরু!!! সত্যি কুইনাইন বড্ড তেতো। বেশি করে। পানি দিয়ে দিলে ফেলা শেখা জরুরী!!!!হা হা হা
খাদিজাতুল কুবরা
সব গোলমেলে বন্ধু।
কি হলো না হলো, যাচ্ছে তাই হোক! চুলোয় যাক
একটা লেখাতো হলো, আমার বন্ধুর হাসিতো পেল
এই ঢের পাওয়া