নৈঃশব্দের মাঝে নিঃশ্বাস

নীলাঞ্জনা নীলা ২৪ আগস্ট ২০১৩, শনিবার, ০৭:০৫:৫৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

তুমি আমাকে একটা চিঠি লিখবে ?
কচি ঘাসের শিশির বিন্দুর মতো দুঃখগুলো সেই চিঠির আলোয় মিলিয়ে যেতে পারে...
অমন একটি চিঠি কি পেতে পারি আমি ?
নিঃশব্দতার কাছে সমর্পণ করতে যাতে একটুকুও ভাবতে না হয় !
শাড়ীর আঁচলের মতো জড়িয়ে নিতে পারা যায় চিঠির লাজুক অক্ষরগুলো---
চোখ নুয়ে পড়বে ,
কেঁপে ওঠবে ঠোঁট ,
এক/দু' ফোঁটা জল চাইলে নিশ্চিন্তে গড়িয়েও পড়তে পারে কপোলে । তাতে কোনো অসুবিধে নেই । তোমার দেয়া যে কোনো কিছু সযত্নে আগলে নিতে পারি । একে কি বলে জানিনা ।
আচ্ছা এমন কি হতে পারে , আমার দরোজায় তোমার কড়া নাড়া , ঠিক সেই সময়ই তোমার চিঠিও আমার হাতে । বিরক্তিসহকারে ভ্রূ কুচকে দরোজার দিকে এগিয়ে যাওয়া । জিজ্ঞাসা না করেই খুলে দেয়া দরোজা...
এরপর আর কিছু জানিনা...
এমন একটা চিঠির জন্যে আজন্ম প্রতীক্ষা করে যাবে আমার এই নিঃশ্বাস...

হ্যামিল্টন , কানাডা
২০ আগষ্ট , ২০১৩ ইং ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ