
পরে সাদা পায়জামা-পাঞ্জাবী
হাসি মুখে শুনায় আশার বাণী
যায় বাড়ি বাড়ি নিয়ে কথার হাঁড়ি
রাস্তা হবে, শ্মশান হবে, আরো কত কি
শুধু আমায় দিবেন ভোট মা জননী।
ভোট শেষে নেতা হেসে যায় ভুলে প্রতিশ্রুতি
রাতের বেলা রিলিফের টাকা করে ভাগাভাগি
টেন্ডারবাজী নিয়ে করে মারামারি
কথায় কথায় দেখায় খরগ-চাপাতি
যৌতুকের টাকায় করে বাহাদুরি।
দুর্নীতি আর ঘরবাড়ী জ্বালিয়ে করে ছারখার
খুন, ধর্ষণ, চুরিতে নেতা সমল নৈরাকার
এ কথা মুখে বলার নেই অধিকার
তাই, বাংলা মা আমার দুর্ভিক্ষে করে হাহাকার।
১২টি মন্তব্য
ফয়জুল মহী
পরে সাদা পায়জামা পাঞ্জাবী আবার কখনো কখনো কালো কোট
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন ভাইয়া। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
এটাই আজ রাজনীতির খেলা
ভোটের আগে দয়ার ভেলা আর ভোটের পরে স্বার্থের মেলা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সাখাওয়াত হোসেন
দারুণ ছন্দময় মন্তব্য, আর আমরা হই কলাই ডলা যাঁতাকলে চ্যাপটা …
ভাল থাকবেন ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
এই নেতারা ছিলো, আছে , থাকবে; কালের পরিক্রমায় এরা কখনো হারিয়ে যায় না। এদের চরিত্র দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন সুনিপুণ লেখনীতে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা
সাখাওয়াত হোসেন
দারুণ মন্তব্যে তথাকথিত নেতাদের চরিত্র সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু ভাল থাকবেন।
আরজু মুক্তা
নেতাদের চরিত্র বদলায় না। এরা এমনি
সাখাওয়াত হোসেন
এ ধরনের নেতাদের জন্য দেশ আজ ছেঁড়া কেতায় পরিণত হয়েছে ।
ধন্যবাদ আপু ভাল থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। ভাল থাকবেন।
পপি তালুকদার
হুম একথা বলিবার নাহি অধিকার।
সাধারণ মানুষ হয় শোষনের শিকার।
ভালো ও সত্য কথা বলেছেন ধন্যবাদ জানবেন।
সাখাওয়াত হোসেন
দারুণ বলেছেন আপু। ভাল থাকবেন।