নীল ক্ষত

সঞ্জয় মালাকার ২ অক্টোবর ২০২২, রবিবার, ০১:২১:৩৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

শিশির জলে সিক্ত মন শরত আকাশে আলোর রশ্মি, 

 

নীল ক্ষত,, 

 

ক্ষত বিক্ষত প্রশ্নের মুখ মুখি নিত্য নতুন শব্দে

অঘাত সৃষ্টি সবুজ রঙে -

রং উল্লাসে কালো মেঘ হয়ে নেচে উঠো মৃত্যুর স্বাদে, 

প্রিয় বলে সে স্বাদ পাওয়া কঠিন মৃত্যুর সঙ্গে। 

 

শরত সভ্যতায় - তুমিও যাবে চলে 

শুকনো রোদে পুড়ে, 

সাদা কাগজে রঙিন স্মৃতি ঘরে দাঁড়িয়ে থাকবে

কলঙ্কের কালি মেখে গায়ে- 

প্রাণ হীন  কবিতার রঙিন মঞ্চে। 

 

তুমি আসলেই তো অকালে-ঋতুর পরিবর্তন নিয়ে 

যুবতীর অদম্য উচ্ছাস, 

শিশির জলে বিছানা পেতে সবুজ রঙে, 

প্রেম হীন শূন্যতা দুটি আঁখি তুলে। 

 

তুমি সদ্য সাদা শরত আকাশে একটুকরো মেঘ 

জমে থাকা বেদনার নীল ক্ষত, 

ইচ্ছে আর আনন্দের মূহুর্তে কিঞ্চিৎ প্রেম,

তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো আরও একবার 

সৃষ্টি সভ্যতা সংস্কৃতির প্রভাবে। 

ছবি সোনেলা ব্লগ থেকে//

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ