
শিশির জলে সিক্ত মন শরত আকাশে আলোর রশ্মি,
নীল ক্ষত,,
ক্ষত বিক্ষত প্রশ্নের মুখ মুখি নিত্য নতুন শব্দে
অঘাত সৃষ্টি সবুজ রঙে –
রং উল্লাসে কালো মেঘ হয়ে নেচে উঠো মৃত্যুর স্বাদে,
প্রিয় বলে সে স্বাদ পাওয়া কঠিন মৃত্যুর সঙ্গে।
শরত সভ্যতায় – তুমিও যাবে চলে
শুকনো রোদে পুড়ে,
সাদা কাগজে রঙিন স্মৃতি ঘরে দাঁড়িয়ে থাকবে
কলঙ্কের কালি মেখে গায়ে-
প্রাণ হীন কবিতার রঙিন মঞ্চে।
তুমি আসলেই তো অকালে-ঋতুর পরিবর্তন নিয়ে
যুবতীর অদম্য উচ্ছাস,
শিশির জলে বিছানা পেতে সবুজ রঙে,
প্রেম হীন শূন্যতা দুটি আঁখি তুলে।
তুমি সদ্য সাদা শরত আকাশে একটুকরো মেঘ
জমে থাকা বেদনার নীল ক্ষত,
ইচ্ছে আর আনন্দের মূহুর্তে কিঞ্চিৎ প্রেম,
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো আরও একবার
সৃষ্টি সভ্যতা সংস্কৃতির প্রভাবে।
ছবি সোনেলা ব্লগ থেকে//
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালো লাগল কাব্যভাব।
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা দাদা,
অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো খুব,
ভালো থাকবেন শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
ভাল লাগার সাথে শরতের কাশফুলের শুভ্চেছা রইল
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা দাদা, ভালো থাকবেন শুভ কামনা।
হালিম নজরুল
কঠিন কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
বোরহানুল ইসলাম লিটন
জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!
শব্দ চয়ণ ও উপমার সমাহার অতিশয় হৃদষ্পর্শী।
নিরন্তর মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
সঞ্জয় মালাকার
অশেষ কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালবাসা অফুরন্ত ভালো থাকবেন শুভ কামনা।