
আমি বালুচরে অবহেলায় ফুটে উঠা কাশ
তোমার নীলের আবরণে বিভোর আমার আকাশ
হাওয়ার দোলা উদ্যোমে, মেলি যেনো মেঘের ডানা
তোমার নীল আঁচলে আমার সকল আলপনা
শুভ্র কোমল পরশে আমি ছুঁতে চাই তোমার বুক
মেঘ শাবকের আবরণে লুকিয়ে নিবে মুখ
আঁচলের মায়া ছড়িয়ে দিবে, আমার চারপাশ
মৃদু হাওয়ার শিহরণে প্রকৃতির সঙ্গমে জেগে উঠবে উচ্ছাস
পদ্ম পরশে বুকে উষ্ণতা ছড়ায় শরতের গোধূলি
তোমার নীল শাড়ির আব্রুতে আমার স্বপ্নের পদাবলি ।
রচনা কাল ঃ ২৫/০৯/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অপুর্ব প্রেমাক্ষ্যান কামরুল ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই 🌹❤️
আলমগীর সরকার লিটন
হু শরত ও সোনেলার জন্মদিনের শুভেচ্ছা নিবেন কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই ❤️🌹
সাথে শুভেচ্ছা
হালিম নজরুল
চমৎকার শব্দের পদাবলী
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹❤️