নীলের দংশনে

ছাইরাছ হেলাল ৩০ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০৭:৪৮:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

সেই কত কাল!
নিঃশব্দচারিতায় মুখিয়ে আছি,
ক্রম-নিঃশব্দতা থেকে চুড়ান্ত স্তব্ধতার কাছাকাছি অব্ধি,
অন্ধকারের প্রবাল-প্রবল-ছোবল থেকে যে টুকু বিষ উঠে আসে
সে নীল-দংশনে ঝাঁপ দিতে দিতে চিৎকারটুকু-ও
আঁচল বিছিয়ে সলজ্জ-চুম্বনে উজ্জ্বল হয়ে ওঠে না।

ঘূর্ণায়মান নীল-রক্ত-চাদরে ডুবে যেতে যেতে
আকন্ঠ অঙ্গ-তৃষ্ণা বরণ করে নিতে চায় দুস্থ-হৃদপিণ্ড,
চাঁদ-নগ্নতায় সুতীব্র জলজ দাহে নিষঙ্গ-নিঃশব্দ-স্তব্ধতা ছুটে আসে
ঠোঁটের দারুন কারুকাজের অন্তরালে।

স্তব্ধতার এই তীর্থ-তীরে কবির কামনা নিয়ে
অজীর্ণ সময়-পাতায় চোখ-বেঁধে শুনে নেব বন্য-বালিকার-বাগ্মিতা।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ