নীলের অপরাজিতারা

ছাইরাছ হেলাল ৮ নভেম্বর ২০২০, রবিবার, ১১:৪৬:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

এ আর এমন কিছুই-না, হাওয়ায় হাওয়ায় দুলতে থাকা
এক টুকরো স্মৃতি, একটুখানি টুকে-ফুকে রাখা,
জানলার গ্রিলে লতানো সবুজের মাঝে ভেজা-শিশিরে
ঝাঁক বাধা অপরাজিতারা, মায়ার ডানা মেলে তাকিয়ে আছে
না-উড়ে যাওয়ার পণ করে।

ভর-করা অফুরন্ত আলস্য উধাও নিমিষে;

কত-কত কত-শত ফুল দেখা হলো কাছে থেকে
দূর-কাছে থেকে, দূরে থেকে,
সু-ঘ্রাণ অ-ঘ্রাণ সৌন্দর্যে, মায়া ও বিভ্রমে,
ফুলেদের ভিড়ে, অ-ভিড়ে, প্রকাশ্য-চুপিসারে,
শুধু নীলের অপরাজিতারাই ফুটে থাকে হেসে হেসে,
গর্বিত নয়নে নয়ন-মেলে, নয়ন-জুড়ে; সহাস্য-রোদ-মেলে।

প্রিয় ভেবে কত-কত ফুলেদের যত্ন আত্তি করেটরে
ভাবি, সুন্দরের সুগন্ধি এবার নির্ঘাত ছড়াবে/জড়াবে
ছোট্ট এ বাগানে, সগৌরবে দাঁড়াবে উঁচু মাথা করে
প্রকাশ্য- নীরবে;

গোধুলির সোনা আলোতে দেখি! একি!!
হায় হায়, নষ্ট -ঘ্রাণের মনোরম এক দঙ্গল ধুতরার জড়াজড়ি!!

ছবি নেট থেকে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ