নীরব আর্তনাদ

তৌহিদুল ইসলাম ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ০৮:৪০:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

ব্যস্ত এ শহরের অলিতে গলিতে
অবিরাম ছুটে চলা…
আলতো হাতে পাথুরে দেয়াল ছুঁয়ে
নীথর ক্লান্ত পায়ে,
তপ্ত কালো পীচঢালা পথের বাঁকে বাঁকে
নীলাভ রক্তে যেখানে মিশে থাকে
মুখোশধারী কিছু হায়েনার নগ্ন আলিঙ্গন।

আমি মহাকালের স্রোতে হারিয়ে যেতে চাইনি,
হতে চাইনি নাটাই ছাড়া ঘুড়ি।
অবুঝ এক মায়ায় ঘেরা বন্ধনের সুতোখানি,
আঁকড়ে ধরে আছি খড়কুটো ভেবে।

আমি কখনো হতে চাইনি
মহাশুন্যতার এক নীথর কম্পন।
সেখানে বিরাজমান এক অসহ্য নীরবতা
প্রতিনিয়ত মনে করিয়ে দেয়-
একদিন আমারো সোনালি অতীত ছিল।

[ছবি- নেট থেকে]

৪২৪জন ৩১৭জন
28 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ