নীরবতার জানালা

ছাইরাছ হেলাল ১৩ মার্চ ২০২০, শুক্রবার, ১০:০৯:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

নীরবতা নেমে এলে আমার দু’চোখে
স্থবির হয়ে যায় সব কিছু, অন্ধকারে দাঁড়িয়ে থেকে
শুধুই হীন/ক্ষীণ/ক্ষুণ্ন/খিন্ন দৃষ্টি ছায়াপথে লুকোয়,

জড়ো করি অযুত-নিযুত-লক্ষ নিস্তব্ধ নিবির নীরবতা,
গুঞ্জন বাতাসে মেলে/ফেলে রাখা অজস্র সৌরভ,
হয়ত ডানা মেলে ভেসে বেড়াবে মেঘের গোলাপে
সবুজ ঘাসের বনে ঝরেছিল যা নাকছাবির বেশে;

রৌদ্র-খরতাপ উপেক্ষা করে দেয়ালে আঁকি স্তব্ধতার সমাধি।
শূন্য নীরবতার নিঃস্ব-জানালায় শুঁড়িখানার
রিম রিমে উচ্চকিত-ধ্বনি, শুধুই হাসে বিদ্ধ-ক্রুশে;

ছবি...নেট থেকে

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ