নিয়তি

সৈকত দে ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৯:৩১:০৬অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

ঐ যোগাযোগ বিহীন সাধনার মাস,
আমাকে পিছিয়ে দিল আজীবনের জন্য।
অপেক্ষা ছাড়িয়ে যাবে,
এইজন্ম থেকে পুনর্জন্ম।
একি ছিল মোর কর্মফল?
স্বপ্ন দিয়ে বুনেছিলাম মায়াজাল,
হৃদয়ের সেই ক্ষত রয়ে যাবে চিরকাল।
হতেও তো পারতো এই দূর্ভাগা জীবনের গল্পটা আরেকটু সুন্দর।
তোমায় নিয়ে কত পদ্য লিখেছি আমি,
তাকিয়ে দেখি অন্যকারো গদ্যের নায়িকা তুমি।
আর তোমার গল্পের প্রহরী আমি।
এটাই আমার নিয়তি, আমি মেনে নিয়েছি।
ভাগ্যবিধাতা কপালে আর বেশি কিছু লিখেন নি।
মুখ ফুটে অভিযোগ এখনো করতেও শিখিনি।
চোখের জল সৈকতে ডেউ খেলে,
আকর্ষণ করে পর্যটকদের।
শুধু তোমার মোহনায় গিয়ে মিলতে পারেনি।
এটা আমার নিয়তি,আমি মেনে নিয়েছি।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ