নিষ্পলক রাত

এজহারুল এইচ শেখ ৭ জুন ২০১৩, শুক্রবার, ০৬:৩৭:৫৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

রাত পাখির চোখের পাতায়
শিশির গড়িয়ে পড়ে,আকাশ গঙ্গায়
এক রতি হাঁটর অপেক্ষায়,যে পথে
ঊষার পা ভিজে যায় ,বিল উপড়ানো
হাতে জাগিয়ে তোলে মৃত পুরি,
আবার খোলে দোকান পাট রাস্তাঘাট
যান চলাচল,ভরে যায় বিঞ্জাপনের হাসি
চৌরাস্তার মোড়ে নতুবা…

আকাশের চাঁদ ঢলে পড়ে,
আগড়া বাছাই-এর জন্য
যে গরুটি দিন রাত ঘুরে
চলেছে খুঁটির চারিধারে
তাঁরই ঘাড়ে,দায় বা কার?
পাখির নাকি গরুর,উত্তর
ভূগোলের ব্যাপার,অলৌকিক,
না হয় বোধির লৌকিক প্রেম!

অক্ষিকোটরে যে বিছানা পাতা
তাতে ঘাড় ঘোরানোর জুত নেই,
একপাশ পুরো অশ্রু ভেজা,
উভয়চরদের জন্য বেশ
সুষ্ঠ পরিবেশ,স্তন্যপায়ীর
শুধু নিষ্পলক রাত যাত্রা....

@ বাড়ি,
তারিখ-০৭/০৬/১৩
সময় -৩ঃ০৫ রাত

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ