নীলচক্র

অনন্য অর্ণব ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ১১:৫৬:৩১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

জীবনের অন্ধকার সময়টা যখন পেরিয়ে যায় -

তখন অন্ধকারে হারিয়ে যায় কিছু চেনা মুখ, চেনা সময়-

অচেনা কটমটে লাল নীল আলোর ঝলকানিতে

কিছু প্রাণান্ত প্রাণ ভেসে যায় অবলীলায় ।।

 

বিদগ্ধ শহরের গেরুয়া তামাটে কার্ণিশে আজো লেপ্টে আছে -

বিচূর্ণ স্বপ্নের ছায়াকৃতি, দেয়ালে দেয়ালে তার -

নির্লজ্জ উলঙ্গ পোস্টার, এ যেন কোন ক্ষুব্ধ স্বপ্নাবতার,

কুমারি ষোড়শীর হাতে তুলে দিলেন বেশ্যালয়ের চাবি ।।

 

আমি সমসাময়িক সমাজের কথা বলছি-

এখানে বিরুদ্ধ বারুদের চারিপাশে কার্বন পেপার মোড়া,

অথচ আমরা সুপারসনিক বিস্ফোরণের প্রতীক্ষা করি-

আমরাই আবার পঙ্গু হই আলোর মিছিলের ঊষালগ্নে ।।

 

ডাস্টবিন থেকে নবজাতকের প্রথম কান্নার ধ্বনি -

এই মৃতপ্রায় শহরের আজন্ম দায়, অথচ ল্যাম্পপোস্টের-

নিয়ন আলোয় এই অসভ্য সভ্যতা এখনো -

অবৈধ নবজাতকের বীজ বোনে সগর্ব দাম্ভিকতায় ।।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ