নিষিদ্ধ কাব্য -১

অনন্য অর্ণব ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০৭:১৬:৪৬অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

এই শহরে এখনো রাত্রি নামে সন্ধ্যা তারার মেলায়,
জোনাকির ঠোঁটে লিপস্টিকের লালচে রেখা-
নিভু নিভু আবছা আলোর নিয়ন বাতির ল্যাম্পপোস্টের আড়ালে -
জোনাকিরা ভীড় করে রাত্রি গভীর হলে- নীল জোছনায় ।।

সেদিন বনানীর ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিস তুই -
তোর দু-চোখে নিষিদ্ধ পরাগায়নের ছায়া দেখেছিলাম,
অন্তঃদৃষ্টিতে দেখেছিলাম একটি দুর্ভেদ্য গোলাকার প্রকোষ্ঠ-
যেখানে চল্লিশ লক্ষ প্রাণের যুদ্ধটা তখনো চলমান।।

আজ এই নির্জন নিশুতি রাতের আবছা আলোয় -
যখন জোনাকিরা লেপ্টে যায় অন্ধকারের বুকে,
সেই জোনাকিদের দলে আমিও খুঁজে ফিরি -
তোর লিপস্টিক মাখানো শেষ হাসির অনুক্রমনিকা।।

উত্তরা ঢাকা
২৪/১১/২০১৯

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ