নিশ্চুপ টুঁটি

বন্যা লিপি ২৬ জুলাই ২০২১, সোমবার, ০২:২০:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

 

মাথার ভেতর শুয়ো/দুয়ো পোকা ক্রমাগত কুটকুট করে ছিঁড়ছে একটা করে আয়ুর তন্ত্রী।
কতটা ভার নিলে তবে ছিঁড়বে সবটুকু অবশিষ্টাংশ?
সহজেই তুলে দেব সমাপ্তির চাবি!
চিলেকোঠায় পড়বে খড়কুটোয় গড়া চড়ুইয়ের আবাস কিংবা পরিত্যাক্ত ধুলোর আস্তরণ!
অকাল বোধনের হিসেব চাপা রয়ে  যাবে অবশেষে। হাজার-লক্ষ- নিযুত শব্দেরা  থাকবে শুধু অন্তিম হিসেবের অপেক্ষায়!!
হুল ফোটা আর ফুলের ফুটে ওঠায় বিস্তর ব্যাবধান, ধীরে ধীরে জেনে যাবে অবিন্যস্ত বিশ্বাসের তাদন্তিক ফলাফল।
শুধু বন্ধ টুঁটির নিশ্চয়তায় জগৎ সুখী হবে নিশ্চিন্তে........

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ