মাথার ভেতর শুয়ো/দুয়ো পোকা ক্রমাগত কুটকুট করে ছিঁড়ছে একটা করে আয়ুর তন্ত্রী।
কতটা ভার নিলে তবে ছিঁড়বে সবটুকু অবশিষ্টাংশ?
সহজেই তুলে দেব সমাপ্তির চাবি!
চিলেকোঠায় পড়বে খড়কুটোয় গড়া চড়ুইয়ের আবাস কিংবা পরিত্যাক্ত ধুলোর আস্তরণ!
অকাল বোধনের হিসেব চাপা রয়ে যাবে অবশেষে। হাজার-লক্ষ- নিযুত শব্দেরা থাকবে শুধু অন্তিম হিসেবের অপেক্ষায়!!
হুল ফোটা আর ফুলের ফুটে ওঠায় বিস্তর ব্যাবধান, ধীরে ধীরে জেনে যাবে অবিন্যস্ত বিশ্বাসের তাদন্তিক ফলাফল।
শুধু বন্ধ টুঁটির নিশ্চয়তায় জগৎ সুখী হবে নিশ্চিন্তে……..
১৯টি মন্তব্য
সুরাইয়া পারভীন
চাইলেই যদি অনায়সে তুলে দেওয়া যেতো সমাপ্তের চাবি
তবে শুয়ো/দুয়োদের হাতে থেকে বেঁচে যেতো অন্ধবিশ্বাসী কিছু অবুঝ প্রাণ।
এক দিন না চাইলেও তুলে দিতে হয়/হবে সমাপ্তের চাবি
চিলেকোঠায় জড়ো হওয়া খড়কুটোয় গড়ে উঠবে চড়ুইয়ের আবাস
চিলেকোঠার উঠোন জুড়ে জমে যাবে পরিত্যাক্ত ধুলোর আস্তরণ!
সবকিছু পড়ে রবে, সব সবকিছু
শুধু সাথে যাবে মান-অভিমান
আর অজস্র অব্যক্ত কথনের আহাজারি
যা কারো দৃষ্টি গোচর হবে না বা প্রবেশ করবে কারো কর্ণ গহ্বরে
এই তো জীবন
জীবন এমনই
বন্যা লিপি
ভালবাসা সুরু💜💜
প্রদীপ চক্রবর্তী
গতকাল পড়েছি লেখাটা।
.
হুল ফোটা আর ফুলের ফুটে ওঠায় বিস্তর ব্যাবধান, ধীরে ধীরে জেনে যাবে অবিন্যস্ত বিশ্বাসের তাদন্তিক ফলাফল।
শুধু বন্ধ টুঁটির নিশ্চয়তায় জগৎ সুখী হবে নিশ্চিন্তে……
সত্যিই ফারাক তফাত রয়েছে, দিদি।
অনেক কিছু তার সাথে রয়ে যাবে অকাল বোধনের আহ্বানে।
যথার্থ প্রকাশ।
বন্যা লিপি
পুরোনো লেখা। নতুন কিছু লিখতে আর পারছি না। বাছাই করা ঝামেলা লাগে ইদানীং। এটা সহজে পেয়ে গেলাম বলে এখানে এনে রাখলাম। তোমার মন্তব্যে প্রাণিত হলাম।
অনেক অনেক শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ছেঁড়া ছেঁড়া হয়ে ভেসে থাকা বাতাসে
অপেক্ষাগুলোকে অপেক্ষায় রেখেই
সময় বয়ে যায় ভবিষ্যতে,
ভারী হওয়া স্বপ্নগুলো ছিন্নভিন্ন শরীরে
হারিয়ে যায়, ছাপ চিহ্ন না রেখে,
চূর্ণবিচূর্ণ নুড়ির মত তদন্ত ছাড়াই;
এই তো জীবন।
বন্যা লিপি
কেন মেঘ আসে হৃদয়ও আকাশে…… তারপরের লাইনগুলো ভুলে গেছি।
এক জীবনের অনেক মানে। একেকজন একেকরকম লুডু খেলে,খেলে শতরঞ্চির চাল।
তবুও জীবন বদলায় না জীবনের রকমফের……
এই তো জীবন!!!
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা। শুভ কামনা।
বন্যা লিপি
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনাকেও ধন্যবাদ,
হালিমা আক্তার
একদিন সমাপ্তির চাবি চলে যাবে। পিছনে পড়ে থাকবে কিছু স্মৃতি, কিছু না বলা অভিমান। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
শুভ কামনা আপনার জন্যেও।
আরজু মুক্তা
হুল ফুটলেও কাজ হওয়ার কথা। শরীর ফোলার সাথে সাথে মাথা খুললে ভালো হতো।
আপনি লিখছেন দেখেই ভালো লাগলো। আর মেঘের পর বৃষ্টি তারপর রোদ।
বন্যা লিপি
আর মেঘের পর বৃষ্টি তারপর রোদ……. খুব দরকার রোদের।
এ লেখার তারিখ মনে নাই। নতুন কিছু পারছিনা বহুদিন।তবে আপ্রাণ চেষ্টায় আছি। দোয়া করবেন আমার জন্য। ভালবাসা নিরন্তর।
রেজওয়ানা কবির
আপনার লেখা পড়ে মনে পড়ে গেল কিছু অনুভূতি যেগুলোকে বলা যায় এভাবে,,,,
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।
জীবন প্রসব করে চলাই জীবন,
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।।
শুধু সূর্যের পানে দেখাই জীবন,
জীবনকে ভোগ করে একাই জীবন,
একই কক্ষ্যপথে ঘোরাই জীবন,
স্বপনের সমাধি খোড়াই জীবন,
মনের গোপন ঘরে, যে শাপদ ঘর করে,
তাকেই লালন করে চলাই জীবন।।
শুভকামনা।
বন্যা লিপি
কোনো লেখা পড়ার পড় যদি অনুভূতিরা এভাবে দৌঁড়য়!! আমি বলব, এই অনুভূতির জন্ম দেয়াটাই সেই লেখার পরম সার্থকতা। আপনার এই অনুভূতি প্রকাশই আমার লেখাটাকে পরম মাত্রা দিলো।
এখানে ছাইরাস হেলাল মহারাজও মাত্রা যোগের ক্ষেত্রে আগুয়ান। আমার লেখাটা আপনাদের দুজনের কারনেই ধন্য হলো। আন্তরিক কৃতকৃতজ্ঞতা আর একরাশ ভালবাসা রইলো আপনার জন্য।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু
তিনবার পড়লাম। মন্তব্যের সাহস নেই। ভালোবাসা ও শুভকামনা সবসময়।।।
বন্যা লিপি
আপনার সাথে আমি ইনবক্সে কথা বলতে চাই, বলবেন??? রাজি থাকলে নক দিয়েন আমাকে যে কোনো সময়। খুশি হবো।
সুপর্ণা ফাল্গুনী
জীবনের প্রতিটি সংজ্ঞা ছোট লেখায় তুলে ধরলেন। জীবন মানেই ভাঙ্গা গড়া, জীবন মানেই স্বপ্ন দেখা, জীবন মানেই হতাশার মাঝেও আশা খুঁজে নেয়া, জীবন মানেই আবোলতাবোল ভাবনার খেরোখাতা, জীবন মানেই আয়ুর অবশিষ্টাংশে পতিত হওয়া।