
আছেন সবাই ?
চিন্তা করলাম এখন থেকে আমার পেশা রিলেটেড কিছু পোস্ট করবো, যার বেশীরভাগই বাস্তব অভিজ্ঞতা থেকে নেয়া। আশাকরি এগুলো সবার কাজে আসবে।
অনেক সময় দেখা যায়, ছাদ ঢালাই দেয়ার পর পরবর্তী কনস্ট্রাকশন কাজ অনেক দিন বন্ধ থাকে।
এবং ছাদের উপরে কলামের রডগুলি ছবির মতো অরক্ষিত অবস্থায় অনেক দিন পড়ে থাকে।
এভাবে রড খোলা পরিবেশে থাকলে সেখান কি কিধরনের ক্ষতি হতে পারে ?
১) রডে মরিচা ধরবে এবং সেই মরিচা আস্তে আস্তে পুরো কলাম এবং বিল্ডিং এর রডে ছড়িয়ে পড়বে
ফলাফলঃ
রড হচ্ছে বিল্ডিং এর হাড়, এটা নষ্ট হলে বিল্ডি এ যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
বিল্ডিং কলাপস করতে পারে।
২) এভাবে খোলা অবস্থায় থাকা রড সহজেই চুরি হয়ে যাওয়ার সম্ভবনা আছে।
ফলাফলঃ
রড চুরি হলে রডগুলো সাধারণত ছাদ লেভেলে কাটা হয়, তখন রডের ল্যাপিং বা জোড়া দেয়া ঝামেলাপূর্ন হয়ে যায়।
একই জোনে সব রডের জোড়া পড়ে যেটা কলামের জন্য ঝুঁকিপূর্ণ।
তাহলে এই সমস্যার সমাধান কি ?
প্রথমত রড আবহাওয়ায় উন্মুক্ত থাকলে তাতে করশন ( মরিচা ) আসবেই।
যদি আপনার কনস্ট্রাকশন বিরতি অল্প সময়ের জন্য হয় অর্থাৎ ১ থেকে ৩ মাসের মতো তাহলে শুধুমাত্র সিমেন্ট গ্রাউটিং দিয়ে রডগুলো ব্রাস করে রাখতে পারেন, তবে কাজের আগে অবশ্যই রডকে পরিষ্কার করে নিতে হবে।
৬ মাস পর্যন্ত বিরতি হলে
রেড অক্সাইড দিয়ে রাখা যেতে পারে।
তবে সবচেয়ে ভালো পদ্ধতি হলো
অল্প রেশিওতে ফলস ঢালাই করে, তারপর খুব ভালোভাবে নিট সিমেন্ট ফিনিশিং করে রাখা। অনেকে মনে করেন ভেঙ্গে ফেলতে হবে তাহলে নিট সিমেন্ট ফিনিশিং করবো কেন?
নিট সিমেন্ট ফিনিশিং করতেই হবে। কারন অল্প রেশিও তে ঢালাই করতে ঐ ঢালাই ভেদ করে পানি লিকেজ করার সম্ভাবনা থাকে। এবং তখন ঐ ফলস ঢালাই টা অনেকটা ফোমের মতো আচরণ করে অর্থাৎ সে পানি ধরে রাখে।ফলে ঢালাইয়ের মধ্যে থাকা রড খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যা বাহির থেকে বোঝা যায় না।
ধন্যবাদ সবাইকে।
আরও পড়ুন
ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, কেমন হবে ভূমিকম্প সহনীয় ভবন
১৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
রড তো খোলাই রাখা হয়। ফলস ঢালাই করে রাখার বিষয়টি জেনে উপকৃত হলাম।
আরও লিখুন এরকম পোষ্ট। শুভকামনা 🌹
সঞ্জয় কুমার
রড খোলা রাখাটা খুবই বিপদজনক, কলামের এবং বিল্ডিং এর জন্য।
সঞ্জয় কুমার
আপনাদের উৎসাহ পেলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক সিরিয়াল পোস্ট অবশ্যই করবো
আলমগীর সরকার লিটন
সত্যই অনেক কিছু জানলাম
অনেক শুভেচ্ছা রইল দাদা
সঞ্জয় কুমার
ধন্যবাদ লিটন ভাই
আলমগীর সরকার লিটন
ভাল থাকবেন
মোঃ মজিবর রহমান
সঞ্জয় দা আমার তো আর পারিনাই। ছাদের উপর পিলারের উপরে রড দেড়ফিট বের হয়ে আছে কবে কাজ করতে পারব জানিওনা। এমন্তাবস্থায় কি করণিয় ফলস ঠালাই?
সঞ্জয় কুমার
অবশ্যই ফলস ঢালাই করে রাখবেন নয়তো রডের সাথে বিল্ডিং এর আয়ু অনেক কমে যাবে
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ দাদা।
হালিমা আক্তার
চমৎকার ও প্রয়োজনীয় পোস্ট। বিষয়টি জানা ছিল না। সাধারণ আমরা ছবির মতো খোলা অবস্থায় থাকতে দেখি। শুভ কামনা রইলো।
সঞ্জয় কুমার
এইভাবে রড রাখা ভবনের জন্য খুবই বিপদজনক, এমনকি এই রডের জন্য পুরো বিল্ডিং এর রডে মরিচা আসতে পারে, অল্প দিনেই বিল্ডিং দূর্বল হয়ে পড়বে
হালিম নজরুল
আমার প্লটেও নির্মাণাধীন ফ্ল্যাট। সুন্দর পরামর্শমূলক পোস্টের জন্য ধন্যবাদ।
সঞ্জয় কুমার
আপনাকেও অনেক ধন্যবাদ নজরুল ভাই
Satyajit roy
স্যার আমাদের ঘরের ছাদের রড গুলো চোরে কেটে নিয়ে গেছে, ২”-৩” বাদে সবটা,
আমি এর উপর আরো এক তলা পর্যন্ত উঠাতে চাই,
এখন এর সলিউশন কি। 🙏🙏