
আমি নাকি দেশের সৌন্দর্য্য-
এক সময় মানতাম,
ছিল একটা সুন্দর রূপ।
তোমাদের জন্য,দেশের জন্য,
কত কি করেছি তা তোমাদের জানা।
আমাকে ব্যাবহার করে-
কত সৌন্দর্য্য ফুটিয়ে তুলেছ,
আমি কি কখনো বাঁধা দিয়েছি-?কখনো দেইনি।। আমায় ব্যবহার করে কত কি পরিষ্কার করেছ,আমি কি কখনো না করেছি? কখনো করিনি।।
কত নোংড়া কাজে আমাকে অপবিত্র করেছ, আমি কি কখনো কিছু বলেছি?? কখনো কিছুই বলিনি।।
তোমাদের ভাল ভেবে সব মেনে নিয়েছি,
আরো কত কিছু,এগুলো নাহয় নাইবা বললাম,অবশ্যই বুঝতে পেরেছো।
মাঝে মধ্যে তোমরা আমায় সর্বনাশা বল,
আমি নাকি সবকিছু ভেঙ্গে নিয়ে যাই,
এটা তোমাদের অসচেতনতার জন্য আমি নিজেকে শেষ করে দেই,
একবারও তো ভাবোনা আমাকে তোমরা কত জায়গায় নিঃশ্বেষ করে দিচ্ছ,
পিপাসিত করে নির্মম ভাবে হত্যা কর,
কই আমি তো কোন প্রতিবাদ করিনা,
কত নোংড়া জিনিস আমার পেটে রেখে দিচ্ছ বছরের পর বছর,
করে যাচ্ছ অবহেলা,বুঝবে একদিন বুঝবে,সবই বুঝবে যখন করার কিছুই থাকবেনা।শুধু হায় হায় করবে।
আজ বলছি আমি বাঁচলে তোমরা বাঁচবে,
আমি মরলে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে তোমাদেরই,
তাই তোমাদের স্বার্থের জন্যই বলছি আমাকে নষ্ট করোনা,
আমাকেও বাঁচাও,আর তোমরাও বাঁচো।
৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতি আমরা নিজ হাতেই শেষ করে দেই আর তাইতো তারাও সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলে সর্বনাশা হয়ে উঠে আমাদের শিক্ষা দেবার জন্য কিন্তু আমরা কি শিক্ষা নেই? চমৎকার নদীর আত্নকাহিনী। ভালো থাকুন সুস্থ থাকুন
শামীনুল হক হীরা
একদম,, চমৎকার মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম আবারো,,ধন্যবাদ সতত।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লাগল পড়ে
সত্যি অপূর্ব কাব্য কথা লিখেছেন প্রিয়
শুভকামনা রইল
সাবিনা ইয়াসমিন
নদী বাঁচলে বেঁচে থাকবে প্রকৃতিও। মানুষ নদীর প্রয়োজনীয়তা বুঝে কিন্তু ভুলে যায় অবদান।
সুন্দর কবিতা। শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা। শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে। নদী বাঁচলে বাঁচবে দেশ।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা