নির্ভয়া নদীর আকুতি

শামীনুল হক হীরা ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৭:৪৩:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

আমি নাকি দেশের সৌন্দর্য্য-
এক সময় মানতাম,
ছিল একটা সুন্দর রূপ।
তোমাদের জন্য,দেশের জন্য,
কত কি করেছি তা তোমাদের জানা।
আমাকে ব্যাবহার করে-
কত সৌন্দর্য্য ফুটিয়ে তুলেছ,
আমি কি কখনো বাঁধা দিয়েছি-?কখনো দেইনি।। আমায় ব্যবহার করে কত কি পরিষ্কার করেছ,আমি কি কখনো না করেছি? কখনো করিনি।।
কত নোংড়া কাজে আমাকে অপবিত্র করেছ, আমি কি কখনো কিছু বলেছি?? কখনো কিছুই বলিনি।।
তোমাদের ভাল ভেবে সব মেনে নিয়েছি,
আরো কত কিছু,এগুলো নাহয় নাইবা বললাম,অবশ্যই বুঝতে পেরেছো।
মাঝে মধ্যে তোমরা আমায় সর্বনাশা বল,
আমি নাকি সবকিছু ভেঙ্গে নিয়ে যাই,
এটা তোমাদের অসচেতনতার জন্য আমি নিজেকে শেষ করে দেই,
একবারও তো ভাবোনা আমাকে তোমরা কত জায়গায় নিঃশ্বেষ করে দিচ্ছ,
পিপাসিত করে নির্মম ভাবে হত্যা কর,
কই আমি তো কোন প্রতিবাদ করিনা,
কত নোংড়া জিনিস আমার পেটে রেখে দিচ্ছ বছরের পর বছর,
করে যাচ্ছ অবহেলা,বুঝবে একদিন বুঝবে,সবই বুঝবে যখন করার কিছুই থাকবেনা।শুধু হায় হায় করবে।
আজ বলছি আমি বাঁচলে তোমরা বাঁচবে,
আমি মরলে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে তোমাদেরই,
তাই তোমাদের স্বার্থের জন্যই বলছি আমাকে নষ্ট করোনা,
আমাকেও বাঁচাও,আর তোমরাও বাঁচো।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ